Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ঢাকাকে হংকং-সিঙ্গাপুর বানানো হবে: স্থানীয় সরকার মন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ আগস্ট ২০১৯, ০৬:০১ PM আপডেট: ১৮ আগস্ট ২০১৯, ০৬:০১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ঢাকা শহরকে হংকং-সিঙ্গাপুর বানানো হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

শনিবার (১৭ আগস্ট) সকালে রাজধানীর কাকরাইলে ডেঙ্গু বিষয়ক অ্যাপসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম।

তাজুল ইসলাম বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় আরো সচেতন হতে হবে। পাঠ্যপুস্তকে গরুর রচনা না পড়িয়ে ডেঙ্গু মশা ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে পড়ানোর কথা বলেন মন্ত্রী।

ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম বলেন, মশা নিয়ে গবেষণা করতে হবে। সেই সাথে এখান থেকে শিক্ষা নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরও বলেন, ঢাকা উত্তরের প্রত্যেকটি ওয়ার্ডকে ১০ ভাগে ভাগ করে চিরুনি অভিযান চালানো হবে। সেই সাথে কোনো বাসায় যদি এডিস মশার লার্ভা পাওয়া যায় তবে জরিমানা করা হবে। এছাড়া নতুন ও কার্যকর ওষুধ দেয়া হচ্ছে বলেও জানান মেয়র।

Bootstrap Image Preview