Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেনার দায়ে আত্মহত্যা করলেন ভারতীয় ক্রিকেটার 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ আগস্ট ২০১৯, ০৪:২৫ PM আপডেট: ১৬ আগস্ট ২০১৯, ০৪:২৫ PM

bdmorning Image Preview


দেনার দায়ে আত্মহত্যা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের  ওপেনার ভিবি চন্দ্রশেখর। বৃহস্পতিবার সন্ধ্যায় মাইলাপুরে নিজের বাসভবনে পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় চন্দ্রশেখরকে।

তদন্তকারী পুলিশ অফিসার সেন্থিল মুরুগান জানিয়েছেন যে, ৫৭ বছর বয়সি চন্দ্রশেখর কোনও সুইসাইড নোট লিখে যাননি। 

চন্দ্রশেখরের স্ত্রী সৌম্য পুলিশকে জানিয়েছেন যে, বিকাল ৫টা ৪৫ নাগাদ পরিবারের সকলের সঙ্গে চা খেয়ে বাড়ির দু’তলায় প্রাক্তন ক্রিকেটার নিজের বেডরুমে চলে যান। সন্ধ্যায় দরজায় ধাক্কা দিয়ে কোনও সাড়া না মিললে তিনি জানালায় উঁকি দিয়ে চন্দ্রশেখরকে পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তিনি এও জানিয়েছেন যে, সম্প্রতি নিজের ক্রিকেট ব্যবসায় ক্ষতির মুখ দেখতে হওয়ায় চন্দ্রশেখর মানসিক অবসাদে ভুগছিলেন।

চন্দ্রশেখর তামিলনাড়ু প্রিমিয়র লিগের ফ্র্যাঞ্চাইজি ভিবি কাঞ্চি বীরান্সের মালিক ছিলেন। এছাড়া ভিবি’স নেস্ট নামে একটি ক্রিকেট অ্যাকাডেমিও চালাতেন প্রাক্তন ভারতীয় তারকা। চন্দ্রশেখরের মরদেহ রয়াপেত্তা সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

জাতীয় দলের হয়ে ৭টি ওয়ানডে খেলেছেন চন্দ্রশেখর। আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত চন্দ্রশেখরের ঘরোয়া ক্রিকেট খেলার বিপুল অভিজ্ঞতা ছিল। ৮১টি প্রথম শ্রেনীর ম্যাচে ৪৯৯৯ রান করেছেন তিনি। 

Bootstrap Image Preview