Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আইসিসির শাস্তির মুখে পোলার্ড 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ আগস্ট ২০১৯, ০৩:১৭ PM আপডেট: ০৬ আগস্ট ২০১৯, ০৩:১৭ PM

bdmorning Image Preview


সফরকারী ইন্ডিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ হাত ছাড়া হয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের। শেষ ম্যাচে মাঠে নামার আগে ক্যারিবিয়ান শিবিরের জন্য দুঃসংবাদ!

ফ্লোরিডায় দ্বিতীয় টি-২০ ম্যাচে আচরণবিধি ভেঙে আইসিসি’র শাস্তির মুখে পড়েন ওয়েস্ট ইন্ডিজের নির্ভরযোগ্য অল-রাউন্ডার কায়রন পোলার্ড৷

আম্পায়ারের নির্দেশ অমান্য করার জন্য আইসিসি’র কোড অফ কন্ডাক্টের ২.৪ ধারায় দোষী সাব্যস্ত হন পোলার্ড৷ ফলে তাঁর ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়৷ তার ডিসিপ্লিনারি রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়৷

সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে পরিবর্ত ফিল্ডারের জন্য আম্পায়ারদের কাছে আবেদন জানান পোলার্ড৷ আম্পায়াররা তাঁকে পরিবর্ত ফিল্ডারকে মাঠে আসার অনুমতি দেওয়ার বিষয়ে আশ্বস্ত করলেও পরের ওভার শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেন৷ আম্পায়ারদের নির্দেশ অমান্য করেন ক্যারিবিয়ান অল-রাউন্ডার৷

Bootstrap Image Preview