Bootstrap Image Preview
ঢাকা, ০৬ শুক্রবার, ডিসেম্বার ২০১৯ | ২১ অগ্রহায়ণ ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

ভক্তদের বড় দুঃসংবাদ দিলেন মেসি !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ আগস্ট ২০১৯, ১২:২৮ AM আপডেট: ০৬ আগস্ট ২০১৯, ১২:২৮ AM

bdmorning Image Preview


সময়টা খুব একটা ভালো যাচ্ছে না লিওনেল মেসির। দুদিন আগে আন্তর্জাতিক ফুটবল থেকে তিন মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন। সেই শোক কাটতে না কাটোতেই ভক্তদের আরও একটি দুঃসংবাদ দিলেন আর্জেন্টাইন এই তারকা।

অনুশীলন করতে গিয়েই পেশিতে চোট পেয়েছেন এই সুপারস্টার। ছিটকে পড়েছেন মাঠের বাইরে। যে কারণে দলের সঙ্গে তার যুক্তরাষ্ট্র সফরে যাওয়া হচ্ছে না। 

সোমবারই বার্সেলোনার ক্যাম্পে যোগ দেন মেসি। কিছুক্ষণ পরেই ডান পায়ে অস্বস্তি বোধ করায় অনুশীলন থেকে নিজেকে সরিয়ে নেন তারকা এই ফুটবলার। পরে পরীক্ষা করে দেখা যায়, তার পায়ের মাংসপেশিতে চোট ধরা পড়েছে। বার্সেলোনা এক বিবৃতিতে মেসির চোটের বিষয়টি নিশ্চিত করেছে। পুরোপুরি সেরে উঠতে আর্জেন্টাইন তারকার কতদিন লাগতে পারে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

Bootstrap Image Preview