Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ড্রেসিং রুমের কথা ফাঁস হলে যে শাস্তি দেবে বিসিবি 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ আগস্ট ২০১৯, ১২:২১ AM আপডেট: ০৬ আগস্ট ২০১৯, ১২:২১ AM

bdmorning Image Preview


দুদিন আগে টাইগারদের ড্রেসিং রুমের একটি গোপন কথা ফাঁস হয়েছে। আর তা নিয়ে বেশ চটেছে বিসিবি।

শেষ হওয়া দ্বাদশ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৩৮৭ রানের লক্ষে ব্যাটিং করতে নেমে ধীর গতিতে ব্যাটিং করায় মাহমুদউল্লাহ রিয়াদের ওপর ক্ষেপে ছিলেন সাকিব।

স্লো মোশনে ব্যাটিং করায় মাহমুদউল্লাহকে পরের ম্যাচে বাদ দিতে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে বলেছিলেন ইংলিশদের বিপক্ষে সেঞ্চুরি করা সাকিব। ড্রেসিংরুমের সেই কথাগুলো সম্প্রতি সংবাদমাধ্যমে চলে আসে।

এ সব বিষয়ে সম্প্রতি বেসরকারি টিভি চ্যানেলে  দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ড্রেসিংরুমের কথা বাইরে ফাঁসকারীদের খুঁজে বের করে ডিসিপ্লিন আইনানুযায়ী শাস্তি বা তিরস্কার করা হবে। খেলোয়াড়দের মধ্যে মতের অমিল হতেই পারে কিন্তু সেটা বাইরে আসা উচিত নয়।

জালাল ইউনুস আরও বলেন, এটা তো শৃঙ্খলা বহির্ভূত কাজ। এগুলো বাইরে ছড়ানো বা নিজেদের মধ্যের কথাবার্তা বাইরে আলোচনা করা বৈধ নয়। সাধারণত ড্রেসিং রুমে এরকম কিছু হয় না। কিন্তু আপনি জানেন, হাতের পাঁচটা আঙুল তো সমান না। হয়ত কিছু একটা কথা হতে পারে। এগুলো এড়িয়ে গেলেই ভালো।

Bootstrap Image Preview