Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রংপুরের হয়ে খেলবেন সাকিব জানতেন না মাশরাফি 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ আগস্ট ২০১৯, ০১:৫৮ PM আপডেট: ০১ আগস্ট ২০১৯, ০১:৫৮ PM

bdmorning Image Preview


কোন আগাম বার্তা ছাড়াই আসন্ন বিপিএলের সপ্তম আসরে ঢাকা ডাইনামাইটস ছেড়ে রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।কিন্তু সাকিবের রংপুরে যোগ দেওয়া নাকি জানেনই না রংপুরের আগের দু’বারের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

যেহেতু আইকন খেলোয়াড়দের দল পরিবর্তন করার ব্যাপারে পূর্ণ স্বাধীনতা রয়েছে তাই তাঁরা তাদের ইচ্ছা মত যে কোন দলের সাথে চুক্তি করতে পারেন। সেই নিয়মেই সাকিবও রংপুরে যোগ দিয়েছেন।

মাশরাফি অবশ্য এ নিয়ে কোনো মন্তব্য করেননি। কোনো মিডিয়ার সাথে এ বিষয়ে কথা বলতে গিয়ে রংপুরের আগের দু’বারের অধিনায়কের মুখ থেকে এ সম্পর্কে একটি আনুষ্ঠানিকভাবে মন্তব্যও শোনা যায়নি।

কিন্তু রংপুরে সাকিবের আগনে বুঝা যাচ্ছে মাশরাফিকে সপ্তম আসরে চাইছে না রংপুর।তাহলে আসন্ন আসরে ম্যাশের ঠিকানা অন্য কোন দলে এটা এক প্রকার নিশ্চিত ভাবেই বলা যায়।

ঢাকা ডায়নামাইটস থেকে সাকিব রংপুরে যোগ দেয়ায় এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটারদের মধ্যে মাশরাফি একা নন, মাহমুদউল্লাহও আপাতত দলশূন্য হয়ে গেলেন। কারণ খুলনা টাইটান্সের সাথে যুক্ত হয়েছে তামিম ইকবাল। 

তাদের আর এ প্লাস ক্যাটাগরিতে থেকে পুরনো দলে থাকার সুযোগ থাকলো না। এখন তাদের হয়ত নতুন শিবিরে যোগ দিতে হবে। না হয় এ ক্যাটাগরির পারফরমার হিসেবে পুরনো দলে থাকতে পারবেন।

Bootstrap Image Preview