Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিরাটদের কোচের জন্য আবেদন করেছেন ২০০০ জন 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ আগস্ট ২০১৯, ১২:১৪ PM আপডেট: ০১ আগস্ট ২০১৯, ১২:১৪ PM

bdmorning Image Preview


টিম ইন্ডিয়ার কোচ হওয়া মানে সোনার হরিণ হাতে পাওয়া।সেই সোনার হরিণের আশায় বিরাট কোহলিদের প্রধান কোচের পদে আবেদন করেছিলেন ২০০০ জন।

সম্প্রতি ভারতীয় দলের কোচিং স্টাফদের মেয়াদ শেষ হয়েছে। ফলে প্রধান কোচসহ এসব পদে আগ্রহীদের কাছ থেকে দরখাস্ত চেয়েছিল বিসিসিআই।

কোচ হতে আবেদন করেছেন ২০০০ জন। তবে বর্তমান কোচ রবি শাস্ত্রীকে টেক্কা দিতে পারেন-এমন কেউ আবেদন করেননি।

ধারণা করা হচ্ছে, অস্ট্রেলিয়ার টম মুডি, নিউজিল্যান্ডের মাইক হেসন (বর্তমানে আইপিএল দল কিংস ইলিভেন পাঞ্জাবের কোচ), ভারতের লালচাঁদ রাজপুত ও রবিন সিং আবেদন করেছেন।

 ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য রবি  শাস্ত্রীর  মেয়াদ ৪৫ দিন বাড়ালেও সব পদের কোচের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেয় বোর্ড। ৩০ জুলাই ছিল আবেদনের শেষ তারিখ।

Bootstrap Image Preview