Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীলংকার কাছে হোয়াইটওয়াশ হয়ে রেটিং পয়েন্ট হারালো বাংলাদেশ 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জুলাই ২০১৯, ১০:০০ PM আপডেট: ৩১ জুলাই ২০১৯, ১০:০৭ PM

bdmorning Image Preview


স্বাগতিক শ্রীলংকার কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও হারলো বাংলাদেশ। এই হারের ফলে লংকানদের কাছে হোয়াইটওয়াশ ও চার রেটিং পয়েন্ট হারালো  টাইগাররা। তবে রেটিং পয়েন্ট হারালেও র‍্যাংকিংয়ে সপ্তম স্থানেই রয়েছে তামিমরা।

টসে জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৪ রান করে শ্রীলংকা।

২৯৫ রানের জয়ের লক্ষে ব্যাটিং করতে নেমে চরম ব্যাটিং ব্যর্থতায় নির্ধারিত ওভারের আগেই সব উইকেট হারিয়ে ১৭২ রান করে।

শ্রীলংকার সংক্ষিপ্ত স্কোরঃ ২৯৪/৮ (৫০)
আভিশকা ফার্নান্ডো ৬ (১৪)
দিমুথ করুনারত্নে ৪৬ (৬০)
কুশাল পেরেরা ৪২ (৫১)
অ্যাঞ্জেলো ম্যাথিউস
দাসুন সানাকা ৩৪ (১৪)
শিহান জয়াসুরিয়া ১৩ (৭)
ওয়ানিডু হাসারাঙ্গা ১২* (৫)
আকিলা ধনঞ্জয়া ০ (১)
কুশান রাজিথা ০* (০)

বোলিং বাংলাদেশঃ
শফিউল ইসলাম ১০-০-৬৮-৩
রুবেল হোসেন ৯-১-৫৫-১
তাইজুল ইসলাম ১০-১-৩৪-১
মেহেদী হাসান মিরাজ ৯-০-৫৯-০
সৌম্য সরকার ৯-০-৫৬-৩
মাহমুদুল্লাহ রিয়াদ ৩-০-২২-০

বাংলাদেশের সংক্ষিপ্ত স্কোরঃ ১৭২/১০ (৩৬)
এনামুল হক ১৪ (২৪)
তামিম ইকবাল ২ (৬)
সৌম্য সরকার ৬৯ (৮৬)
মুশফিকুর রহিম ১০ (১৫)
মোহাম্মদ মিঠুন ৪ (১১)
মাহমুদুল্লাহ ৯ (১২)
সাব্বির রহমান ৭ (১৭)
মেহেদী হাসান ৮ (৬)
তাইজুল ইসলাম ৩৯* (২৮)
শফিউল ইসলাম ১ (৫)
রুবেল হোসেন ২ (৬)

শ্রীলংকার বোলিংঃ 
শিহান জয়াসুরিয়া ৬-০-৪০-৬
কাসুন রাজিথা ৫-০-১৭-২
আকিলা ধনঞ্জয়া ১০-০-৪৪-১
দাসুন সানাকা ৬-০-২৭-৩
ওয়ানিডু হাসারাঙ্গা ৪-১-১৬-১
লাহিরু কুমারা ৫-০-২৬-২

Bootstrap Image Preview