Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এরিককে বাবার কবরে এক মুঠো মাটি দিতে দেয়নি তারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯, ০৫:২৯ PM আপডেট: ১৭ জুলাই ২০১৯, ০৫:২৯ PM

bdmorning Image Preview


সন্তান এরিককে ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন সদ্যপ্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা।

তিনি অভিযোগ করেছেন, এরশাদ ও তার একমাত্র সন্তান এরিক এরশাদকে নিয়ে বিশেষ একটি মহল রাজনীতি করতে চাইছে।

গতকাল মঙ্গলবার ডিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এরশাদের সাবেক স্ত্রী এসব কথা বলেন।

বিদিশা বলেন, ‘আমি অনেকবার চেষ্টা করেছি, বাসার কাজের লোকজন যারা ছিল তাদেরকে ফোন করেছি। কেউ ফোন ধরে না, কেউ কথা বলে না। আমার ছেলেতো আসলে ভাতটাও নিজে ঠিকমতো খুঁটে খেতে পারে না। কারণ ও ভাত চিবিয়ে খেতে পারে না। ভাত গিলে গিলে খায় সে। ওর আব্বা ওকে সবসময় নিজের হাতে খাওয়াতো।’

এ সময় ছেলের রেসপিরেটরির প্রব্লেম আছে বলেও জানান এরিকের মা। তিনি বলেন, ‘আমার বাচ্চাটাকে নিয়ে যেতে দেয়নি তারা। তার কবরে বাচ্চাটাকে এক মুঠো মাটি দিতে দেয়নি। এই যে নোংরা রাজনীতিটা তারা আমার বাচ্চাকে নিয়ে করছে। বাচ্চাকে বাসায় আটকে রেখেছে। এখন বাবা নেই, ও মানসিকভাবে যদি ইমব্যালেন্সড হয়ে যায়, মানসিকভাবে যদি কোনো কিছু হয়, যদি ও নিজের কোনো ক্ষতি করে তাহলে এর দায়িত্ব কে নেবে?’

রাজনীতিতে আসার কোনো প্রশ্নই আসে না জানিয়ে বিদিশা বলেন, ‘সন্তান আমার কাছে সবচেয়ে বড়। আমি যেন রাজনীতিতে না আসতে পারি, এ কারণেই হয়তো আমার বাচ্চাটাকে আটকে রাখা হচ্ছে। আমি তাদের বলতে চাই, আপনারা সন্তানটা আমাকে দিয়ে দেন, সম্পত্তি যা আছে তা আপনারা নিয়ে নেন। আপনাদের রাজনীতি আপনারা করেন। এসব নোংরা রাজনীতির আমার কোনো প্রয়োজন নেই।’

এ সময় ট্রাস্টের সম্পত্তি কেউ খেতে পারবে না বলেও মন্তব্য করেন এরশাদের সাবেক স্ত্রী।

প্রসঙ্গত, এরশাদের মৃত্যুর সময় তার সাবেক স্ত্রী বিদিশা ভারতের আজমির শরীফে ছিলেন। পরে দেশে ফিরে সন্তান এরিক এরশাদের সঙ্গে দেখা করতে বারিধারার প্রেসিডেন্ট পার্কে গেলে তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন বিদিশা।

Bootstrap Image Preview