Bootstrap Image Preview
ঢাকা, ১২ মঙ্গলবার, নভেম্বার ২০১৯ | ২৮ কার্তিক ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

ত্রিদেশীয় সিরিজ খেলতে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জুলাই ২০১৯, ১২:৫৪ PM আপডেট: ১১ জুলাই ২০১৯, ১২:৫৪ PM

bdmorning Image Preview


স্বাগতিক ইংল্যান্ড ও ভারতের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলতে আগামী সোমবার (১৫ জুলাই) ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশে অনূর্ধ্ব ১৯ দল।

এই সিরিজের প্রথম রাউন্ডে দল দুইটির সাথে চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ।গ্রুপ পর্বের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। বর্তমান অনূর্ধ্ব ১৯ দলের এটাই প্রথম ইংল্যান্ড সফর।

আগামী বছর ২০২০ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। বিশ্বকাপ সামনে রেখে রিজটাকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন যুবদলের কোচ নাভিদ নেওয়াজে। 

তাই ইংল্যান্ডের মাটিতে খেলাটা বিশ্বকাপের জন্যও ভালোই প্রস্তুতিমূলক হবে। কোচও তাকিয়ে আছেন ভিন্ন কন্ডিশনে শিষ্যরা কেমন করে সেটা দেখার জন্য। 

Bootstrap Image Preview