Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সানিয়া মির্জাসহ পাকিস্তানের চার ক্রিকেটারের বিরুদ্ধে মামলা 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই ২০১৯, ০১:৫৭ PM আপডেট: ০৯ জুলাই ২০১৯, ০১:৫৭ PM

bdmorning Image Preview


সদ্য বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফিরেছেন শোয়েব মালিক। বিশ্বকাপের মঞ্চ থেকেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি।

কিন্তু এরই মাঝেই নতুন এক ঝামেলায় পড়ে গেলেন। অবশ্য সেই ঝামেলার কারণ তাঁর স্ত্রী টেনিস তারকা সানিয়া মির্জা।

বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচের আগে এক নাইট পার্টিতে হুঁকা টানার জন্য এই মামলা হয়। সিন্ধ হাইকোর্টে অভিযোগটি দায়ের করেন দেশটির আইনজীবী অবদুল জলিল মারওয়াত। তার দাবি, হুঁকো টানার কারণেই মাঠে খারাপ পারফরম্যান্স করেছে পাকিস্তান দল।

অভিযোগপত্রে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক, ওয়াহাব রিয়াজ, ইমাম-উল হক ও অধিনায়ক সরফরাজ আহমেদ ছাড়াও অন্তর্ভুক্ত করা হয়েছে শোয়েব মালিকের স্ত্রী তথা ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার নাম। সেইসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), আইসিসি ও আটিএফ-এর বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে।

Bootstrap Image Preview