Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

‘শহীদ’ জিয়াকে নিয়ে সংসদে মমতাজের রসিকতা

বিডিমর্নিং : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জুন ২০১৯, ০৫:৫৩ PM আপডেট: ২৫ জুন ২০১৯, ০৫:৫৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিয়ে রসিকতা করেছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

গতকাল সোমবার ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

তিনি বলেন, সংসদে আসার আগে শুনতাম ‘শহীদ জিয়া’। মানুষের দুই-তিনটা নাম থাকে না? আমি মনে করতাম—জিয়াউর রহমানের ‘শহীদ’ বুঝি আরেকটা নাম। আমার গানের দলে যে বাঁশি বাজায় ওর নামও শহীদ। যে কারণে আমি ওকে বলতাম জীবিত শহীদ। কারণ শহীদেরতো সংজ্ঞা আছে কোরআন হাদিসে। দেশের জন্য, যুদ্ধে যারা প্রাণ হারান তাদেরকে শহীদ বলা হয়। কিন্তু জিয়া কোন যুদ্ধে শহীদ হয়েছিলেন আমার জানা নেই।’

সাংসদ মমতাজের এই বক্তব্যের পর অনেকেই এর সঙ্গে সহমত পোষণ করেন। তবে বিএনপি নেতারা মমতাজের বক্তব্যে উষ্মা প্রকাশ করেছেন।

‘শহীদ’ জিয়া প্রসঙ্গ ছাড়াও মমতাজ বাজেট আলোচনায় অংশ নিয়ে নারীদের দুর্নীতির হার কম প্রসঙ্গে মন্তব্য করেন। তিনি বলেন, ‘বিকল্প ধারার সদস্য মাহী বি. চৌধুরী বলেছেন দেশে নারীর উন্নয়ন হয়েছে। কিন্তু নারীরা একটি বিষয়ে পিছিয়ে আছে, সেটা হলো দুর্নীতিতে। আসলে তিনি ঠিকই বলেছেন। বীজ যদি ভালো হয় গাছও ভালো হয়। আমাদের যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি হলেন শেখ হাসিনা। তিনি দুর্নীতির প্রশ্রয় দেন না। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।’

Bootstrap Image Preview