Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যে ইতিহাস শুধু সাকিবই গড়েছেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন ২০১৯, ১০:৩১ AM আপডেট: ২৫ জুন ২০১৯, ১০:৩১ AM

bdmorning Image Preview


সাকিব আল হাসানের সময়টা যে খুব ভালো যাচ্ছে সেটা নতুন করে বলার কিছু নেই। চলতি বিশ্বকাপের তাঁর খেলাই বলে দিচ্ছে।একের পর এক গড়ে চলেছেন ইতিহাস।

২০১৯  বিশ্বকাপের এক আসরে ৪০০ রান এবং ১০ উইকেট নেয়া ইতিহাসের একমাত্র ক্রিকেটার তিনি। শুধুই কি তাই, গতকাল প্রথম বাংলাদেশি হিসাবে ১ হাজার রানের মালিকও হয়েছেন সাকিব।

সেই সাথে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনবার ম্যাচসেরার পুরস্কার জিতেছেন সাকিব। সেটি এবার টুর্নামেন্টের এক সংস্করণেই এবং এ তিন ম্যাচেই জিতেছে বাংলাদেশ।

এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলা সাকিব ৪৭৬ রান সংগ্রহ করেছেন।দুটি সেঞ্চুরি এবং তিনটি হাফ সেঞ্চুরি আছে সাকিবের নামের পাশে। দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে পরপর দুটি হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন সাকিব। এরপর ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দুটি সেঞ্চুরি হাঁকান বাঁহাতি এই ব্যাটসম্যান।

২৪ জুন আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন বাংলাদেশের টপ অর্ডার এই ব্যাটসম্যান।

Bootstrap Image Preview