Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বৃষ্টি নিয়ে সুখবর দিলো আবহাওয়া অধিদফতর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন ২০১৯, ০৯:৩১ AM আপডেট: ২৫ জুন ২০১৯, ০৯:৩১ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাজধানীসহ সারাদেশে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার রাত  থেকে উত্তরবঙ্গসহ পঞ্চগড়ে থেকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অফিস। 

সোমবার রাতে তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানা যায়। এদিকে সোমবার পঞ্চগড় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর থেকে জানা গেছে, গত কয়েকদিনের তাপমাত্রার মধ্যেও সোমবার পঞ্চগড়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ দেখা যায়। মঙ্গলবার রাত থেকে বৃষ্টি হলে তাপমাত্রা কমে যাবে আর বাতাসে আদ্রতা বেড়ে যাবে। এছাড়া বিগত কয়েকদিনে তাপমাত্রা যা ছিল বৃষ্টিপাত হলে তার চেয়ে অনেকটা কম তাপমাত্রা বিরাজ করবে। রাতে তাপমাত্রা কম থাকলেও দিনের তাপমাত্রা একটু বেশি থাকবে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, মঙ্গলবার রাত থেকে পঞ্চগড়ে বৃষ্টিপাত শুরু হবে। বুধবার (২৬ জুন) উত্তরবঙ্গসহ বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হলেও বৃষ্টির পরিমাণ কিছুটা বৃদ্ধি পাবে। তবে বৃহস্পতিবার (২৭ জুন) থেকে সারাদেশে বজ্রপাতসহ বৃষ্টি হবে।

Bootstrap Image Preview