Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

 ২০২১ সালের ৩০ জানুয়ারি শুরু হবে  নারী বিশ্বকাপ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জুন ২০১৯, ০৭:৩৯ PM আপডেট: ১৯ জুন ২০১৯, ০৭:৩৯ PM

bdmorning Image Preview


২০২১ সালের ৩০ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডে শুরু হবে আইসিসি নারী বিশ্বকাপ।

১৯৯২ ও ২০১৫ সালের পুরুষ বিশ্বকাপ ও ২০০০ সালে নারী বিশ্বকাপ সফলভাবে আয়োজনের পর এটি নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য চতুর্থ বিশ্বকাপের আসর। সেমিফাইনাল ও ফাইনালসহ সর্বমোট ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপে। ২০ ফেব্রুয়ারি শেষ হবে ৫০ ওভারের এই টুর্নামেন্ট। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

এই নিয়ে দ্বাদশবারের মত নারীদের বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্বাগতিক হিসেবে সরাসরি টুর্ণামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে নিউজিল্যান্ড। এছাড়া সর্বোচ্চ এই আসরে আইসিসি নারী চ্যাম্পিয়নশীপের শীর্ষ চারটি দল সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে। 

টুর্নামেন্টের বাকি তিনটি দল বাছাইপর্বে খেলার মাধ্যমে নির্ধারিত হবে। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের সাথে এই বাছাইপর্বে খেলবে আফ্রিকা, আমেরিকা, এশিয়া, ইস্ট এশিয়া প্যাসিফিক ও ইউরোপ থেকে ২০১৯ রিজিওনাল কোয়ালিফাইংয়র বিজয়ী দলগুলো।

Bootstrap Image Preview