Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

৬ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়লো মালির নারী ক্রিকেট দল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জুন ২০১৯, ০৭:০৭ PM আপডেট: ১৯ জুন ২০১৯, ০৭:০৭ PM

bdmorning Image Preview


চলতি বছরের জানুয়ারিতে ব্যাংককে নারী টি-২০ স্ম্যাশে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে চায়না মাত্র ১৪ রানে অল আউট হয়ে সর্বনিম্ন রানের রেকর্ড গড়েছিল। বছর শেষ না হতেই সেই রেকর্ড ভেঙে দিলো মালি। 

রুয়ান্ডার রাজধানী কিগালি সিটিতে অনুষ্ঠিত এই ম্যাচে মালির দেয়া ৬ রানের লক্ষ্য টপকে যেতে রুয়ান্ডা নারী দলকে মাত্র ৪ বল খেলতে হয়েছে।

মালির ইনিংসটি ৯ ওভার পর্যন্ত স্থায়ী ছিল। ৬ রানের মধ্যে মাত্র এক রান এসেছে ব্যাট থেকে। ওপেনিং ব্যাটার মারিয়াম সামাকে ঐ ১ রান সংগ্রহ করেন। এরপর প্রত্যেকেই শুণ্য রানে ফিরে গেছে। বাকি পাঁচ রান এসেছে অতিরিক্ত খাতা থেকে।
রুয়ান্ডার হয়ে ১৯ বছর বয়সী মিডিয়াম পেসার জোসিয়ানে নাইরানকুনডিনেজা কোন রান না দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছে। 

আরেক মিডিয়াম পেসার মেরি ডিয়ানে ও লেগ স্পিনার মারগুয়েরিটে দুটি করে উইকেট পেয়েছেন। বিমেনিমানা তার ৩ ওভারে সর্বোচ্চ ২ রান দিয়েছেন। জবাবে রুয়ান্ডার দুই ওপেনার উয়িমবাবাজি ও নাইরানকুনডিনেজা মালির ওপেনিং বোলার ইয়োমা সানগারের প্রথম ওভারেই জয় তুলে নেন।

Bootstrap Image Preview