Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ধাওয়ানের বিশ্বকাপ শেষ,দলে ফিরলেন ঋষভ পান্ত 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জুন ২০১৯, ০৬:৪৯ PM আপডেট: ১৯ জুন ২০১৯, ০৬:৪৯ PM

bdmorning Image Preview


চলতি বিশ্বকাপের মাঝ পথে এসে বড় দুশ্চিন্তায় পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাদের এই দুশ্চিন্তার নাম শিখর ধাওয়ান। হ্যাঁ, টিম ইন্ডিয়ার এই ওপেনিং ব্যাটসম্যান ইতোমধ্যে বিশ্বকাপকে বিদায় বলে দিয়েছেন।

গত ৯ জুন ইংল্যান্ডের ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নেয় ভারত। ওই ম্যাচেবই অসাধারণ ব্যাটিং করে শতকও পূর্ণ করেন ধাওয়ান।  ১০৯ বল খেলে করেন ১১৭ রান।  কিন্তু ব্যাটিংয়ের সময় অজি পেস বোলার প্যাট কমিন্সের বলে বাঁ হাতের বৃদ্ধাঙুলে আঘাত পান তিনি। হাতের চোট গুরুতর বুঝতে পেরে ফিল্ডিংয়ের সময় মাঠে নামেননি ধাওয়ান। 

আজ বিকেল সাড়ে ৪টায় ভারতীয় ক্রিকেট বোর্ডের অফিশিয়াল এক টুইটে জানানো হয় বিশেষজ্ঞদের পরামর্শ মতো তার সেড়ে উঠতে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত সময় লাগবে। ধাওয়ান চোট পাওয়ার দুই দিন পর ১১ জুন ঋষভ পান্তকে ইংল্যান্ডে উড়িয়ে আনা হয়। 

Bootstrap Image Preview