Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

৩ উইকেট হারিয়ে ফের চাপে ইংল্যান্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ মে ২০১৯, ০৫:২৮ PM আপডেট: ৩০ মে ২০১৯, ০৫:২৮ PM

bdmorning Image Preview


বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা আর ইংল্যান্ড। টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় ইংলিশরা। তবে জেসন রয় এবং জো রুটের ব্যাটিং দৃঢ়তায় ঘুরে দাঁড়িয়েছিলো ইংলিশরা। তাও আর বেশিক্ষণ টিকে থাকলো না।

জেসন রয় এবং জো রুটের উইকেট দুটি পরপর কেড়ে নিলেন আফ্রিকান দুই বলার। ১০৮ রানের জুটি ভেঙে দিয়ে চার রানের ব্যবধানে দুই উইকেট তুলে নিলেন প্রোটিয়ারা। এরপর থেকেই কিছুটা চাপে পড়েছে ইংলিশরা। জেসন রয় এবং জো রুটের উইকেট হারানোর আগেও তাদের রানরেট ছিল ৬ এর উপরে, কিন্তু এখন তা কমে ৫.৭০ ে নেমে এসেছে।

সর্বশেষ খবর পর্যন্ত ইংল্যান্ড ২৬ অভার দুই বলে ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫০ রান তুলেছে তারা। জেসন রয় ৫৪ রানে ফেলুকায়োর ব্যাটে এবং জো রুট ৫১ করে রাবাদার বলে আউট হয়েছেন। এখন অধিনায়ক ইয়ন মরগান এবং বেন স্টোকস ক্রিজে আছেন।

এদিকে ঝলমলে রোদে দিন শুরু হয় ওভালে। উইকেট এবং আবহাওয়া বিশ্লেষণে মাঠে নামেন সাবেক দুই তারকা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি এবং নাসের হুসেইন। বেশ ভালো রান উঠবে বলেই তাদের মত।

জোফরা আর্চারকে নিয়েই একাদশ সাজিয়েছে ইংল্যান্ড। লিয়াম প্লাঙ্কেট এবং ক্রিস ওকস আছে তার সঙ্গে পেস আক্রমণে। দুই স্পিনার নিয়ে খেলছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকা ডেভিড মিলারকে ছাড়াই খেলছে। আন্দালি ফেলুকায়ো এবং ডোরাইন প্রিটোরিয়াসের মতো অলরাউন্ডার নিয়ে দল সাজিয়েছে প্রোটিয়ারা।

ইংল্যান্ডের দল

ইয়ান মরগান (অধিনায়ক), মইন আলী, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কারান, জো ডেনলি, অ্যালেক্স হেলস, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।

দক্ষিণ আফ্রিকার দল

ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, অ্যাডান মার্কওরাম, ডেভিড মিলার, ইমরান তাহির, ডেল স্টেইন, আন্দিল ফেহলুকাওয়ো, কাগিসো রাবাদা, ডোয়েন প্রিটোরিয়াস, আনরিচ নর্টিজ, লুঙ্গি এনডিগি, রাশি ভেন দার দাসুন ও তাব্রিজ শামসি।

Bootstrap Image Preview