Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গোল্ডেন শু জেতার রেকর্ড গড়লেন মেসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ মে ২০১৯, ০৩:৩৬ PM আপডেট: ২৫ মে ২০১৯, ০৩:৩৬ PM

bdmorning Image Preview


চলতি মৌসুমে পিচিচি ট্রফি জয়ের পর শুক্রবার আবার ইউরোপিয়ান গোল্ডেনও শু নিজের করে নিয়েছেন বার্সেলোনার তারকা লিওনেল মেসি। ষষ্ঠবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন শু জিতে নতুন ইতিহাস গড়লেন বার্সেলোনা ফরোয়ার্ড লিওনেল মেসি। এই নিয়ে টানা তৃতীয়বারের মতো ইউরোপিয়ান গোল্ডেন শু জিতলেন মেসি। এটাও একটা রেকর্ড। 

পুরো ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন শু জিতে নতুন ইতিহাস গড়লেন বার্সেলোনা ফরোয়ার্ড লিওনেল মেসি।দ্বিতীয় সর্বোচ্চ চারবার এ পুরস্কারটি জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

সবচেয়ে বেশি বয়সে এই পুরস্কার জেতার তালিকায় এখন দ্বিতীয় স্থানে আছেন মেসি। তার বয়স ৩১ বছর, ১১ মাস এবং ২৫ দিন। ১৯৯০ সালে এই পুরস্কার জেতার সময় মেসির চেয়ে এক মাস ও এক দিন বেশি বয়সী ছিলেন হুগো সানচেজ।

সদ্যই শেষ হওয়া এবারের লা লিগায় বার্সেলোনার জার্সিতে মেসি ৩৪ ম্যাচে গোল করেন ৩৬টি। সতীর্থদের ১৩টি গোলে অবদান রাখেন তিনি। গোল্ডেন শু জিতে নেওয়া দৌড়ে মেসির নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে। তিনি ৩২ গোল করে মৌসুম শেষ করেছেন।

Bootstrap Image Preview