Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আজগারকেই নিজেই অধিনায়ক বলছেন গুলবাদিন নায়েব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০১৯, ০৩:১২ PM আপডেট: ২৪ মে ২০১৯, ০৩:১২ PM

bdmorning Image Preview


বিগত কয়েক বছরে আন্তর্জাতিক নতুন উন্থানের নাম আফগানিস্তান। দলটিতে রয়েছে বিশ্বমানের কয়েকজন ক্রিকটোর। যা তাদেরকে প্রথমবারের মতো জায়গায় করে দিয়েছে ওয়ানডে ক্রিকেটের বিশ্বকাপ আসরে। দলটির এমন সাফল্যের পেছনে কম অবদান নেই আজগার আফগানের। 

তবে সাবাইকে চমকে দিয়ে বিশ্বকাপের মাত্র দুই মাস আগে আজগার আফগানের নিকট থেকে অধিনায়কত্ব কেড়ে নিয়ে নতুন অধিনায়ক করা হয় গুলবদিন নায়েবের কাঁধে৷ আফগান ক্রিকেট বোর্ডেরি এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেনি দলটির ক্রিকেটাররা। মোহম্মদ নবি, রশিদ খানের মতো দলের গুরুত্বপূর্ণ তারকারা প্রকাশ্যেই বোর্ডের এমন সিদ্ধান্তের সমালোচনা করেন৷ 

তবে এবার আজগারকেই নিজের অধিনায় হিসেবে ঘোষণা দিলেন আফগানিস্তান দলের নতুন অধিনায়ক গুলবদিন নায়েব। বৃহস্পতিবার আইসিসি আয়োজিত এক অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন। 

নায়েব বলেন, ‘আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিরুদ্ধে আমরা শেষ যে ক’টা ম্যাচ খেলেছি, আসগর আমাকে প্রভূত সাহায্য করেছে৷ ও আমাকে গাইড করেছে৷ আমার কাছে আসগর শুধু একজন দলের ক্রিকেটার নয়, ও এখনও আমার ক্যাপ্টেন৷’

পরে গুবদিন আরও বলেন, ‘আসগরের সমর্থন দরকার আমার৷ শুধু ওর নয়, বরং নবি, রশিদের মতো দলের সব অভিজ্ঞ ক্রিকেটারেরই সমর্থন প্রয়োজন৷ আমাদের সবার একটাই লক্ষ্য, আমরা আফগানিস্তানের হয়ে মাঠে নামতে চাই একজোট হয়ে৷ দল হিসাবে আমরা লড়তে চাই৷ তা সে যেই ক্যাপ্টেন হোক না কেন৷’

Bootstrap Image Preview