Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশ দলের ইনজুরির সর্বশেষ অবস্থা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ মে ২০১৯, ০৪:০১ PM আপডেট: ২৩ মে ২০১৯, ০৪:০১ PM

bdmorning Image Preview


বিশ্বকাপ শুরুর অনেক আগে থেকেই বাংলাদেশ শিবিরে চিন্তার কারণ ছিল ক্রিকেটারদের ইনজুরি সমস্যা। দ্বাদশ বিশ্বকাপ মাঠে গড়াতে হাতে আর এক সপ্তাহের কম সময় থাকলেও এখনো ইনজুরি মুক্ত হতে পারেনি বাংলাদেশ দল। ছোচটো খাটো ইনজুরি সমস্যার মধ্যে রয়েছে এখনো তিন ক্রিকেটার। চলুন জেনে নেওয়া যাক টাইগার দলের ইনজুরির শেষ আপডেট। 

বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ দল। বুধবার লেস্টারে অনুশীলন ক্যাম্প শেষ করে কার্ডিফ যাওয়ার আগে দলের চোটগ্রস্থ ক্রিকেটারদের হালচাল জানিয়েছেন কোচ স্টিভ রোডস।

সাকিব আল হাসান

ত্রিদেশীয় সিরিজের লিগ পর্যায়ের শেষ ম্যাচে সাইড স্ট্রেনের চোটে পড়েছিলেন সাকিব আল হাসান। ফলে ফাইনালে নামতে পারেননি তিনি। তবে লেস্টার পৌঁছোনোর পরদিনই অনুশীলন করে বাংলাদেশ শিবিরে স্বস্থি ফিরিয়েছেন তিনি। বিশ্বের এক নম্বর অলরাউন্ডার একদমই ফিট হয়ে উঠেছেন বলে জানালেন কোচ,  ‘সে ভালোই আছে। সে পুরোদমে অনুশীলন করছে, ব্যাট করছে, ফিল্ডিংয়েও সমস্যা হচ্ছে না। বোলিংয়ে কোন সমস্যা ছিলই না। আমরা আশাবাদী ওর সবই ঠিক থাকবে। ’

মাহমুদউল্লাহ

গত ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকেই কাঁধের চোট বয়ে বেড়াচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ফলে ব্যাটিং করতে কোনো সমস্যা না হলেও বোলিংয়ে কিছুটা ব্যাথা অনুভব করছেনি তিনি।  একই সাথে লম্বা থ্রো করা থেকেও বিরত আছেন তিনি। তার অবস্থার নাটকীয় উন্নতি না হলেও কোচ আশাবাদী বিশ্বকাপের একটা পর্যায়ে গিয়ে হাত ঘোরাতে পারবেন তিনি,  ‘সে এখনো বল করতে পারছে না। আমরা আশা করছি বিশ্বকাপে কোন এক ধাপে গিয়ে সে বল করতে পারবে। কিন্তু জানি না কখন এটা সম্ভব। আজ ওর সঙ্গে কথা বলে বুঝতে পারব কেমন অবস্থা ওর।’

সৌম্য সরকার

পিঠের দিকে সামান্য অস্বস্তি থাকায় আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্রামে ছিলেন সৌম্য। কিন্তু ফাইনালে ফিরেই চালিয়েছেন তাণ্ডব। বাংলাদেশকে চ্যাম্পিয়ন করার পথে ৪১ বলে ৬৬ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি। তবে লেস্টারে গিয়েও খুব জোরালো অনুশীলন করতে দেখা যায়নি তাকে। শেষ দিনে একদমই বিশ্রামে ছিলেন তিনি। সৌম্যর কি আবার কোন চোট সমস্যা? কোচ জানালেন ছোটখাটো কিছু সমস্যা এড়াতেই টপ অর্ডারে দলের বড় এই অস্ত্রকে অনুশীলন থেকে বিরত রাখা হয়েছে,  ‘ওর সামান্য একটু সমস্যা আছে, আমরা চেয়েছি সে যেন বিশ্রামে থাকে। বড় কিছু না। তলিয়ে দেখার মত কিছু না, একেবারের মামুলি ব্যাপার। মাঝেমাঝে বিশ্রাম দরকার হয়। আমরা দেখছি সব কিছুই ঠিক পথে এগুচ্ছে।’

Bootstrap Image Preview