Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্মিথ-ওয়ার্নারের জন্য সমর্থকদের মইনের অনুরোধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০১৯, ০২:২৩ PM আপডেট: ২২ মে ২০১৯, ০২:২৩ PM

bdmorning Image Preview


বিশ্বকাপ আসরকে সামনে রেখে এর মধ্যেই ইংল্যান্ডের মাটিতে পা রেখেই অস্ট্রেলিয়া দল। বিশ্বকাপ আসর দিয়েই স্যান্ড পেপার কান্ডে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আবার অস্ট্রেলিয়ার দলে ফিরছেন ওয়ার্নার ও স্মিথ। সবকিছু পেছনে ফেলে নতুন সূচনার দারপ্রান্তে তারা। 

এদিকে ইংল্যান্ডে আসন্ন বিশ্বকাপকে মাতিয়ে তুলতে গ্যালারিতে হাজির থাকবে বার্মি আর্মি। অস্ট্রেলিয়া দলের মনোবলে ধাক্কা দিতে বার্মি আর্মি ইতিমধ্যেই টার্গেট করেছে ডেভিড ওয়ার্নারকে৷ নিজিদের অফিসিয়াল টুইটার পোস্টে ওয়ার্নারের জার্সির সামনে অস্ট্রেলিয়া’র জায়গায় ‘চিটস’ শব্দটি লিখে গোটা অজি দলকেই এক প্রকার প্রতারক আখ্যা দেয়৷ 

ওয়ার্নারের সেই ছবির পাশাপাশি হলুদ স্যান্ডপোপার হাতে নাথন লায়ন ও মিচেল স্টার্কের ছবিও পোস্ট করেছে বার্মি আর্মি৷ আর তাই আসন্ন বিশ্বকাপে ব্রিটিশ ক্রিকেটপ্রেমীদের উদ্দেশ্যে বিশেষ অনুরোধ করেছেন মঈন আলি৷ কেপ টাউন টেস্টে বল বিকৃতি কাণ্ডে নির্বাসন কাটিয়ে ফেরা দুই অজি ক্রিকেটার স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারের সঙ্গে রুচিশীল ব্যবহারের আবেদন জানিয়েছেন মঈন।

মঈন জানান, ‘আমি চাই স্মিথ ও ওয়ার্নারের মধ্যে জড়তা না থাকুক৷ আমি চাই ওরা খেলা এবং মাঠের পরিবেশ উপভোগ করুক৷ নিছক মজার ছলে যদি কিছু ঘটে, তবে সেটাকে ব্যক্তিগতভাবে নেওয়া উচিত নয় ওদের৷’

পরক্ষণেই মঈন বলেন, ‘আমরা সবাই মানুষ৷ ভুল সবার হয়৷ আমাদের সবারই আবেগ-অনুভূতি রয়েছে৷ আমি জানি ওরা মানুষ হিসাবে খুবই ভালো৷ আশা করি ওদের সঙ্গে অত্যন্ত ভদ্র ব্যবহার করতে অনুরাগীরা৷ আমি চাই শুধু মাত্র ওদের ক্রিকেট নিয়েই আলোচনা হোক৷’

Bootstrap Image Preview