Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ব্রাজিলের পর এবার কোপা আমেরিকার দল দিল আর্জেন্টিনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০১৯, ১০:১৮ AM আপডেট: ২২ মে ২০১৯, ১০:১৮ AM

bdmorning Image Preview


কোপা আমেরিকার দল ঘোষণা করল আর্জেন্টিনা৷ মঙ্গলবার কোপা আমেরিকার ২৩ জন ফুটবলারের নাম ঘোষণা করেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি৷ দলে রয়েছেন লিওনেল মেসি, সের্জিও আগুয়েরো এবং পিএসজি’র অ্যাঞ্জেল ডি’ মারিয়া৷ তবে জায়গা হয়নি অভিজ্ঞ তারকা গঞ্জালো হিগুয়েন৷ যিনি এ মৌসুমে লোনে জুভেন্টাস থেকে চেলসিতে গিয়েছেন৷

এবার কোপার আসর বসছে ব্রাজিলে৷ দু’ সপ্তাহ আগেই কোপা আমেরিকার দল ঘোষণা করেছে ব্রাজিল৷ ২৩ জনের চূড়ান্ত দল ঘোষণা করবেন আর্জেন্টাইন কোচ স্ক্যালোনির বলেন, এটাই সেরা দল৷ টুর্নামেন্ট শুরু ১৪ জুন৷ গ্রুপ-বি আর্জেন্টিনার সঙ্গে রয়েছে কলম্বিয়া, প্যারাগুয়ে এবং অতিথি দল হিসেব কাতার৷ ২০২২ বিশ্বকাপ এবং এশিয়া চ্যাম্পিয়ন হিসেবে কাতারকে খেলার আমন্ত্রণ জানায় কোপা সংগঠন৷ কোপায় মেসিদের প্রথম ম্যাচ ১৬ জুন কলম্বিয়ার বিরুদ্ধে৷

কোপাতেও আর্জেন্টিনার সাম্প্রতিক রেকর্ড ভালো নয় আর্জেন্টিনার৷ ১৯৯৩-এর পর কোনও বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট জেতেনি আর্জেন্টিনা৷ কোপায় শেষ পাঁচবারের মধ্যে চারবার ফাইনালে হেরেছে আর্জেন্টিনা৷ ব্রাজিলের মাটিতে ২০১৪ বিশ্বকাপ ফাইনালে জার্মানির কাছে হেরেছিলেন মেসিরা৷ এর দু’ বছর পর অর্থাৎ ২০১৬ কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হেরছিল আর্জেন্টিনা৷ টাইব্রেকার মিস করেছিলেন মেসি৷ এর পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেন তিনি৷ যদিও পরে অবসর ভেঙে জাতীয় দলে ফিরে বিশ্বকাপ খেলেন মেসি৷ তবে ৩১ বছরের আর্জেন্টাইন তারকার দখলে কোনও আন্তর্জাতিক ট্রফি নেই৷

আর্জেন্টিনা দল

গোলরক্ষক: আন্দ্রাদা, আরমানি ও মার্চেসিন
রক্ষণভাগ: রেনজো সারাভিয়া, নিকোলাস ওটামেন্ডি, হুয়ান ফোয়েথ, জার্মান পেতসেয়া, রামিরো ফুয়েনেস মোরি, নিকোলাস তাগলিয়াফিকো ও মার্কাস আকুনা 
মাঝমাঠ: রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো প্যারাদেস, রবার্তো পেরেইরা, জিওভানি লো চেলসো, অ্যাঙ্গেল ডি মারিয়া, গুইদো রদ্রিগেজ ও এজিকিয়েল প্যালাসিওস 
ফরোয়ার্ড: লিওনেল মেসি, সার্জিও এগুয়েরো, পাউলো দিবালা, মাতিয়াস সুয়ারেজ ও লওতারো মার্টিনেজ

কোপা আমেরিকার গ্রুপ 
গ্রুপ ‘এ’: ব্রাজিল, বলিভিয়া, ভেনিজুয়েলা ও পেরু। 
গ্রুপ ‘বি’: আর্জেন্টিনা, কলম্বিয়া, প্যারাগুয়ে ও কাতার। 
গ্রুপ ‘সি’: উরুগুয়ে, ইকুয়েডর, জাপান ও চিলি।

Bootstrap Image Preview