Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নান্দাইলে ৩১ হাজার টাকা জরিমানা আদায়

বিডিমর্নিং : রমজান আলী, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২১ মে ২০১৯, ১০:২০ PM আপডেট: ২১ মে ২০১৯, ১০:২০ PM

bdmorning Image Preview


ময়মনসিংহের নান্দাইল পৌরসভার বিভিন্ন ফার্মেসি, মুদি দোকান, কসমেটিকস'র দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার।

মঙ্গলবার (২১মে) এ অভিযান চালানো হয়। 

এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মলয় কুমার, ঔষধ তত্বাবধায়ক মোঃ আব্দুল বারী, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ মিজানুর রহমান, পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ শাহজাহান মিয়া, এস আই টি মোঃ আহসান উদ্দিন আকন্দ (সোহাগ), নাজির মোঃ আলমগীর হোসেন, নান্দাইল মডেল থানার এস আই দিলীপ কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় ড্রাগ এ্যাক্ট ১৯৪০ এর ১৮ ধারায় সাগর ফার্মেসির মালিক মোঃ মোশারফ হোসেনকে ২৫ হাজার টাকা, রামগোপাল ফার্মেসির মালিক রঞ্জন সাহাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও ডে-নাইট মেডিকেল হল ও মন্ডল ফার্মেসিতে ও অভিযান পরিচালিত হলেও কোন ভেজাল পরিলক্ষিত না হওয়ায় জরিমানা করা হয়নি। তবে সতর্ক করা হয়েছে। এসময় ভোক্তা অধিকার সংরক্ষন আইন -২০০৯ এর ৩১ ধারা মোতাবেক নান্দাইল মধ্য বাজারের একটি মুদি দোকান মালিক সুশেনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। অংকুর স্টোরেও অভিযান পরিচালিত হলেও ভেজাল না পাওয়ায় জরিমানা করা হয়নি। তবে সতর্ক করা হয়েছে।
 

Bootstrap Image Preview