Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গরিবদের মাঝে ৬টি অ্যাম্বুলেন্স ও ২টি স্পীডবোট প্রদান করলেন নরসিংদী জেলা প্রশাসক

বিডিমর্নিং : সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধিঃ
প্রকাশিত: ২১ মে ২০১৯, ০৯:৫৩ PM আপডেট: ২১ মে ২০১৯, ০৯:৫৩ PM

bdmorning Image Preview


নরসিংদীতে ৬ ইউনিয়ন পরিষদকে অ্যাম্বুলেন্স ও ২ ইউনিয়ন পরিষদকে স্পীডবোট প্রদান করলেন জেলা প্রশাসক। একইসাথে নরসিংদী জেলখানায় কাপড় প্রদান করেন তিনি।    

মঙ্গলবার (২১ মে) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন সদর উপজেলা পাঁচদোনা, শীলমান্দী, পাইকারচর, শিবপুর উপজেলার আইয়ুবপুর, পুটিয়া ও মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নে অ্যাম্বুলেন্স এবং সদর উপজেলা চর এলাকা আলোকবালী ও রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের চেয়ারম্যানদের হাতে অ্যাম্বুলেন্স ও স্পীডবোটের চাবি হস্তান্তর করেন।

জেলা প্রশাসন নরসিংদী কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, নরসিংদী জেলাকে মডেল জেলা হিসেবে রূপান্তরিত করা হবে। পর্যায়ক্রমে জেলার সকল ইউনিয়ন পরিষদকে অ্যাম্বুলেন্স ও স্পীডবোট প্রদান করে হাসপাতালে রোগী আনার নেওয়ার ব্যবস্থা করা হবে। অস্বচচ্ছল, মুক্তিযোদ্ধা ও গরিব মুক্তিযোদ্ধা হৃদরোগীরা অল্পখরচে রোগী আনা নেওয়া করতে পারবে। 

পরে জেলার ৭১ ইউনিয়নের চেয়ারম্যান, সচিব ও হিসাব সহকারীদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। 

এদিকে একইদিনে নরসিংদী কারাগারে বন্দীদের মাঝে কাপড় বিতরণ করেন জেলা প্রশাসক। এসময় তার সাথে জেলখানার জেল সুপার ও অন্যান্য সদস্যগণ। 

এসময় নরসিংদী জেলখানায় বন্দীদের মাঝে লঙ্গী ও নারী কাপড় বিতরণ করেন।

ঈদকে সুন্দরভাবে করার জন্য সকল বন্দীদের উদ্দেশ্যে তিনি বলেন, সকলে মিলে একত্র হয়ে ঈদের নামাজ ও সকল  বন্দীরা একে অপরের আপনজন হয়ে থাকবে।      

Bootstrap Image Preview