Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

লো স্কোরিং ম্যাচে আফগানরা বড় ধাক্কা খেলো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ মে ২০১৯, ১২:৪৬ PM আপডেট: ২০ মে ২০১৯, ১২:৪৬ PM

bdmorning Image Preview


বিশ্বকাপ আসর শুরুর আগে বড় ধাক্কা খেল আফগানিস্তান। রবিবার সিরিজের প্রথম ম্যাচে আফগানদের ৭২ রানে হারালো স্বাগতিক আয়ারল্যান্ড। ২ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল আইরিশরা।

এদিন টসে জিতে আফগান অধিনায়ক গুলবাদিন নাইব আইরিশদের ব্যাটিং এ পাঠান। শুরুটা ভালো হয়নি আয়ারল্যান্ড এর। দলীয় ৩৫ রানেই ২ উইকেট হারায় তারা। তবে ওপেনার পল স্টার্লিং এবং কাপ্তান পোর্টারফিল্ডের ব্যাটিং এ ঘুরে দাঁড়ায় তারা। দুজনেই তুলে নেন ফিফটি। দলীয় ১৩৪ রানে তাদের ৯৯ রানের জুটি ভাঙে। 

তারপর আয়ারল্যান্ড আর ঘুরে দাড়াতে পারেনি। একের পর এক উইকেট হারাতে থাকে তারা।এতে ৪৮.৫ ওভারে থামে তাদের ইনিংস। তাদের সংগ্রহ দাঁড়ায় ২১০ রান। আফগানদের হয়ে ৩ টি করে উইকেট নেন জাদরান ও আফতাব আলম। এছাড়াও রশিদ খান নেন ২ টি উইকেট।

২১১ রানের ছোট টার্গেটে ব্যাট করতে নেমে আফগানরা মাত্র ৭ রানেই হারায় ওপেনার শেহজাদকে। এরপর তাদের কেউই আর ক্রিজে থিতু হতে পারেননি। একের পর এক উইকেটে ৩৫.৪ ওভারে মাত্র ১৩৮ রানেই অলআউট হয় আফগানিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন আসগর আফগান। এছারাও নবী ২৭, নাইব ২০ ও রশিদ খান করেন ১৬ রান। 

আইরিশদের হয়ে মুরটাঘ ২ ও র‍্যানকিন নেন ৩ উইকেট। তবে তাদের সেরা পারফর্মার এডাইর। তার বোলিং ফিগার ৬.৪ ওভারে ৪/১৯।

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল্যান্ড ২১০/১০(৪৮.৫)
স্টার্লিং-৭১(৯৪)
পোর্টারফিল্ড-৫৩(৮৩)
জাদরান-৩/৩৫
আফতাব-৩/২৮

আফগানিস্তান ১৩৮/১০(৩৫.৪)
আসগর আফগান-২৯(৫১)
এডাইর-৪/১৯
র‍্যানকিন-৩/৪০

ফলাফল আয়ারল্যান্ড ৭২ রানে জয়ী।

Bootstrap Image Preview