Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপের থিম সং প্রকাশ করল আইসিসি (ভিডিও)

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ মে ২০১৯, ১০:৪১ AM আপডেট: ২০ মে ২০১৯, ১০:৪৫ AM

bdmorning Image Preview


বিশ্বকাপের থিম সং প্রকাশ করল আইসিসি। যার পোশাকি নাম '‌স্ট্যান্ড বাই।'‌ আইসিসি বলেছে, '‌স্ট্যান্ড বাই'‌ শব্দে অনেককিছুই বলা হয়ে যায়। যার অর্থ পাশে থাকা। সঙ্গে থাকা। অর্থাত্‍ সমর্থনের আশা। ফুটবলের তুলনায় ক্রিকেটের ব্যাপ্তি অনেক কম। কিন্তু যেটুকু বিস্তার তাতে ভালবাসার খামতি নেই। সমর্থনেও কার্পণ্য নেই। ক্রিকেট আবেগ, অনুভূতি, উপলব্ধির মধ্যে কোনও ভেজাল নেই। ষোলো আনা খাঁটি। তবুও সমর্থকদের আরেকবার বলে রাখতে হয়। তাই আইসিসির সুরে সুর রাখল '‌স্ট্যান্ড বাই।'‌

নতুন এক শিল্পী গেয়েছেন বিশ্বকাপের থিম সং। লরিন এর সঙ্গে ছিল জনপ্রিয় ব্রিটিশ ব্যান্ড রুডিমেন্টাল। গানের ভিডিও ক্রিকেট নির্ভর। যে ভিডিওয় রয়েছে শহরের রাস্তা, সমুদ্রের তীর, বাড়ির উঠোন। সর্বত্রই ক্রিকেট। এটাই আইসিসি তুলে ধরেছে থিম সংয়ে। মাঠে থাকুন বা বাড়িতে।

গ্যালারিতে গলা ফাটান বা টিভির সামনে বসে। আবেগে যেন কমতি না থাকে। ৪৫ দিনের বিশ্বকাপে হবে ৪৮ ম্যাচ। প্রতিটি ম্যাচে মাঠে এবং আয়োজক শহরে বাজবে থিম সং। সমর্থকদের পাশে থাকার ডাক দেবে এই গান। প্রসঙ্গত ৩০ মে শুরু হচ্ছে বিশ্বকাপ।

https://www.youtube.com/watch?v=Tt5BybCUY5E

Bootstrap Image Preview