Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফিট কেদার যাদব, যাচ্ছেন বিশ্বকাপে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ মে ২০১৯, ০৩:৩০ PM আপডেট: ১৯ মে ২০১৯, ০৩:৩০ PM

bdmorning Image Preview


যাবতীয় জল্পনার অবসান। বিশ্বকাপের জন্য ফিটনেস সার্টিফিকেট পেয়ে গেলেন কেদার যাদব। শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, ভারতীয় টিমের ফিজিও প্যাট্রিক ফারহার্ট যে রিপোর্ট বোর্ডকে দিয়েছেন, সেখানে সেই ফিজিও কেদারকে ফিট ঘোষণা করে দিয়েছেন। যার অর্থ, ২২ মে টিমের সঙ্গে কেদারের লন্ডন উড়ে যেতে আর কোনও বাধা রইল না। 

আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলছিলেন কেদার। গ্রুপ লিগের শেষ ম্যাচে আচমকা কাঁধে চোট পেয়ে যান তিনি। তারপরেই অনিশ্চিত হয়ে পড়েন বিশ্বকাপে। গত কয়েকদিন ধরে প্যাট্রিক ফারহার্ট ফিটনেস ট্রেনিং করাচ্ছিলেন কেদারকে। চূড়ান্ত পরীক্ষা হয় বৃহস্পতিবার। মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের মাঠে। তারপরই শনিবার রিপোর্ট জমা দিয়েছেন ফিজিও। 

কেদার চোট পাওয়ার পর চরম জল্পনা শুরু হয়ে যায়। তিনি না যেতে পারলে কে হবেন বিকল্প? এই নিয়ে আলোচনায় নামেন ক্রিকেট বিশেষজ্ঞরা। অনেকেই বলছিলেন, ঋষভ পন্থই হতে পারেন আদর্শ বিকল্প। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো প্রাক্তন অধিনায়কও বলেছেন, ‘আমি চাইব, কেদার সুস্থ হয়ে যাক। বিশ্বকাপে খেলুক। কিন্তু ঋষভ পন্থের অভাব বোধ করবে ভারতীয় টিম।’ 

ঋষভ বিশ্বকাপের স্ট্যান্ড বাই টিমে আছেন। তাই তিনি বিকল্প হতে পারতেন। কিন্তু কেদার ফিট হয়ে যওয়ায় সেই আশা আর তেমন রইল না। এমনকী, কেদারের চোটে অম্বাতি রায়াডুর নামও নতুন করে ভেসে উঠেছিল। একটা সময় পর্যন্ত রায়াডু বিশ্বকাপে চার নম্বরের দাবিদার ছিলেন। কিন্তু তাঁর পারফরম্যান্স এতটাই খারাপ ছিল যে, রায়াডুকে নিয়ে আর ভাবতে পারেননি নির্বাচকরা। আইপিএলেও বড় রান আসেনি রায়াডুর ব্যাট থেকে। তাই টিম ম্যানেজমেন্ট চেয়েছিল, যে ভাবেই হোক কেদার যাদব যেন বিশ্বকাপের জন্য ফিট হয়ে যান। সেই চিন্তা কমল।

Bootstrap Image Preview