Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপে ধারাভাষ্য দেবেন বাংলাদেশের আতাহার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মে ২০১৯, ১০:৪৭ AM আপডেট: ১৮ মে ২০১৯, ১০:৪৭ AM

bdmorning Image Preview


আইসিসির বড় টুর্নামেন্টে ওয়ানডে বিশ্বকাপে ধারাভাষ্য দেওয়ার সুযোগ পেলেন বাংলাদেশের সাবেক ক্রিকটোর  আতহার আলী খান। আইসিসির বাছাইকৃত ২৪ ধারাভাষ্যকারের তালিকায় জায়গা পেয়েছেন তিনি। 

অবসরে যাওয়ার পর থেকেই ধারাভাষ্য পেশায় জড়িয়ে গেছেন আতহার আলী খান। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ দলের অংশ ম্যাচে ধারাভাষ্য দিয়েছেন আতহার আলী।

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর লম্বা সময় ধরে বাংলাদেশর আন্তর্জাতিক ম্যাচ গুলোতে ধারাভাষ্য দিচ্ছেন আতাহার আলী। আন্তর্জাতিক ম্যাচে ধারাভাষ্য দেয়ার অভিজ্ঞতা থাকলেও বিশ্বকাপে সেটা ছিল না। তবে ইংল্যান্ড বিশ্বকাপ দিয়ে দিয়ে সেই আক্ষেপটা এবার ঘুচবে তার।

আইসিসি আয়োজিত সবশেষ ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্র্রফিতে ধারভাষ্য দিয়েছিলেন আতাহার।

উল্লেখ্য, বিশ্বকাপের গত আসরে ধারাভাষ্য দিয়ছেন ৮ জন। এবার সেই তালিকা বর্ধিত করে রাখা হয়েছে ২৪জনকে।

ইংল্যান্ড বিশ্বকাপে ধারভাষ্যকার হিসেবে যারা আছেন

আতহার আলী খান, সৌরভ গাঙ্গুলি, ওয়াসিম আকরাম, কুমার সাঙ্গাকারা, গ্রায়েম স্মিথ, নাসের হুসেইন, রমিজ রাজা,মাইকেল ক্লার্ক। ইয়ান বিশপ, সাইমন ডুল, পমি এম্বাংগওয়া, সঞ্জয় মাঞ্জরেকার,মেলানি জোন্স,মাইকেল স্লেটার, হার্শা ভোগলে, এলিসন মিচেল, মার্ক নিকোলাস, ব্রেন্ডন ম্যাককালাম, শন পলক, ইশা গুহা, ইয়ান ওয়ার্ড , মাইকেল হোল্ডিং, মাইকেল এথারটন ও ইয়ান স্মিথ।

Bootstrap Image Preview