Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মোসাদ্দেকই শেষ করলো ওয়েস্ট ইন্ডিজকে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মে ২০১৯, ০১:০৮ AM আপডেট: ১৮ মে ২০১৯, ০১:০৮ AM

bdmorning Image Preview


আন্তর্জাতিক টুর্নামেন্টে সিরিজ জয়ের খরা কাটালো বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।

আন্তর্জাতিক কোন টুর্নামেন্টে এর আগে ৬ বার ফাইনাল খেলেছে বাংলাদেশ। ১টি ম্যাচ বাদে বাকি সব ম্যাচ জয়ের খুব কাছ থেকে ফিরে এসেছে টাইগাররা।

আয়ারল্যান্ডের মাটিতে  ত্রিদেশীয় সিরিজ জয় করে সেই খরা কাটাতে মরিয়া হয়েছিলো মাশরাফিরা। 

৫০ ওভারের খেলা থাকলেও  বৃষ্টি আইনে এই দিন খেলা গড়ায় ২৪ ওভারের ম্যাচে। স্বল্প ওভারের এই ম্যাচে টাইগারদের সামনে ২১০ রানের টার্গেট ছুড়ে দেয় ক্যারিবিয়ানরা। 

বিশাল রানের এই লক্ষে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই জ্বলে উঠেন টাইগার দলের দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার।

এই দুই ওপেনারের ব্যাট থেকে আসে ৫৯ রান । ৬ ওভারের মাথায় তামিম ১৮ রান করে বিদায় নিলে সৌম্য যেন তাঁর রানের গতি আরও বাড়িয়ে দেয় । ক্যারিবিয়ান বোলারদের তুলোধুনা করতে থাকেন ৪১ বলে ৬৬ রানের বিরাট এক ইনিংস খেলেন। 

এরপর সৌম্য বিদা নিলে সাব্বির উইকেটে এসে খালি হাতেই ফিরে যান। এরপর মুশফিক ও মিথুন নতুন করে জুটি গড়ে এগিয়ে যেতে থাকেন। কিন্তু মিথুনও বড় স্কোর করতে ব্যর্থ হয়। 
মিথুনের বিদায়ের পর মুশফিকও এলবিডব্লিউর ফাঁদে পড়ে যদিও রিভিউ থাকলে আউট কল মুশফিকের পক্ষেই থাকতো। 

খেলা তখন শেষ হতে ৮ ওভার বাকি ছিলো মাহমুদউল্লাহর সাথে উইকেটে আসেন মোসাদ্দেক রানও তখন বলের থেকে দ্বিগুণ ছিলো। ঠিক সেই সময় নিজের আসল রূপ যেন দেখিয়ে দিলেন মোসাদ্দেক। 

ঝড়ো ব্যাটিং করে উড়িয়ে দিলেন ক্যারিবিয়ান বোলারদের ২৪ বলে করলেন ৫২ রানের এক দুর্দান্ত ইনিংস।তাঁর এমন ঝড়ো ব্যাটিংয়ে ৫ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এটিই প্রথম তাদের কোন ত্রিদেশীয় সিরিজ জয়। 
 

Bootstrap Image Preview