Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত হলে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০১৯, ০৯:১৭ PM আপডেট: ১৭ মে ২০১৯, ০৯:১৭ PM

bdmorning Image Preview


ত্রিদেশীয় সিরিজের শিরোপা লড়াইয়ের লক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ।প্রথমে টসে হেরে আগে ২০ ওভার ১ বল খেলে কোন উইকেট না হারিয়ে ১৩১ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। এর পরেই শুরু হয় বৃষ্টি। দীর্ঘ সময় বৃষ্টি হওয়ার পর এখন থেমেছে। কিন্তু আউট ফিল্ড উপযুক্ত না হওয়া পর্যন্ত খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে। খেলা শুরু হবে কি এটাও নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।

কিন্তু যদি বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয়? তবে কি হবে? দুই দলই কি যুগ্ম চ্যাম্পিয়ন হবে? নাকি হবে অন্য হিসেব?
এমন প্রশ্ন এখন টাইগার ক্রিকেটপ্রেমীদের নাড়া দিচ্ছে। তবে স্বস্তির খবর হলো খেলা পরিত্যাক্ত হলে টাইগারই চ্যাম্পিয়ন হবে।

কিভাবে? হিসেবে চলে আসবে গ্রুপপর্বের পারফরম্যান্স। যেখানে যোজন যোজন এগিয়ে বাংলাদেশ। গ্রুপপর্বে ৩ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে সবার উপরে থেকে শেষ করেছে টাইগাররা।

যেখানে ২ জয়ে বোনাস পয়েন্টসহ ৯ পয়েন্ট ছিল ওয়েস্ট ইন্ডিজের। এমনকি বাংলাদেশের সঙ্গে মুখোমুখি দুইবারের দেখায় দুটিতেই হেরেছে ক্যারিবীয়রা।
 

Bootstrap Image Preview