Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপ সম্প্রচারে ৩৬০ ডিগ্রি ভিডিও রিপ্লেসহ থাকছে অত্যাধুনিক ক্যামেরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০১৯, ০৬:২৬ PM আপডেট: ১৭ মে ২০১৯, ০৬:২৬ PM

bdmorning Image Preview


আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপকে মানুষের কাছে আকর্ষণীয় এবং জমকালো করার জন্য বিভিন্ন উদ্দ্যেগ নেয়া হচ্ছে। যেহেতু খেলার মাঠের বাইরে টিভি সেটের সামনে থেকেই খেলা দেখবে সবথেকে বেশি সংখ্যক দর্শক, তাই এবারের বিশ্বকাপ টিভির পর্দায় সম্প্রচারের ক্ষেত্রে আনা হচ্ছে নানা ধরণের নতুনত্ব। এই পরিকল্পণারই একটি বিশাল অংশজুড়ে রয়েছে অত্যাধুনিক ক্যামেরার ব্যবহারের মাধ্যমে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিশ্বকাপের প্রতিটি খেলা সম্প্রচার।

বিশ্বকাপের ৪৮টি ম্যাচের সাথে সাথে আসর শুরুর আগের ১০টি প্রস্ততি ম্যাচও একইভাবে সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

আইসিসির ব্রডকাস্ট এবং মিডিয়া রাইটস কমিটির চেয়ারম্যান আর্তি দাস বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে দর্শকদেরকে ক্রিকেটের প্রতি আরো বেশি আকৃষ্ট করা। সে লক্ষ্যে আইসিসি টিভির প্রতিভাবান দলটিকে স্বাগত জানানোর জন্য মুখিয়ে রয়েছে। তারা নিজেদের মেধা দিয়ে এবারের বিশ্বকাপে আরো বেশি দর্শক আনতে পারবে বলে ধারণা করছি।’

জানা যায়, বিশ্বকাপের এবারের আসরের প্রতিটি ম্যাচে ৮টি আল্ট্রা মোশন হক আই ক্যামেরা, ফ্রন্ট এণ্ড রিভার্স ভিউ স্টাম্প ক্যামেরা এবং স্পাইডার ক্যামেরাসহ প্রায় ৩২টি ক্যামেরা থাকবে। এবারই প্রথমবারের মতো ৩৬০ ডিগ্রি ভিডিও রিপ্লেসহ সার্বক্ষণিক ড্রোন ক্যামেরার ব্যবস্থা রাখা হচ্ছে বলেও জানিয়েছে আইসিসি।

এবারের ইংল্যাণ্ড বিশ্বকাপে সম্প্রচারের ক্ষেত্রে আইসিসির সার্বিক সহায়তায় থাকছে সানসেট ও ভাইন কোম্পানি। এনইপি ব্রডকাস্ট সল্যুশনস করবে যন্ত্রপাতি জোগান দেয়ার কাজ। এছাড়া, বিশেষজ্ঞ গ্রাফিক্স ডিজাইনার আলস্টন এলিয়ট থাকছেন গ্রাফিক্সের কাজ করার জন্য।

অপরদিকে, ক্রিকেট বিশ্বের সবথেকে বড় এই আয়োজনকে আরো প্রাণবন্ত করতে এবং ধারাভাষ্য কক্ষ মাতিয়ে রাখতে থাকছেন ২৪ জনের ধারাভাষ্য প্যানেল। এই প্যানেলে খ্যাতনামা সকল ক্রিকেট ধারাভাষ্যকারের সাথে একমাত্র বাংলাদেশি হিসেবে রয়েছেন সাবেক ক্রিকেটার আতহার আলী খান।

বিশ্বকাপে ধারাভাষ্যকারের তালিকা

আতহার আলী খান, ইয়ান বিশপ, গ্রায়েম স্মিথ, মেল জোন্স, পমি বাঙ্গোয়া, মাইকেল স্ল্যাটার, হার্শা ভোগলে, নাসের হুসাইন, রমিজ রাজা, কুমার সাঙ্গাকারা, অ্যালিসন মিশেল, সাইমন ডুল, সঞ্জয় মাঞ্জরেকার, মার্ক নিকোলাস, ওয়াসিম আকরাম, ব্রেন্ডন ম্যাককুলাম,শন পোলক, ইশা গুহা, ইয়ান ওয়ার্ড, মাইকেল হোল্ডিং, মাইকেল অ্যাথারটন, সৌরভ গাঙ্গুলি, ইয়ান স্মিথ ও মাইকেল ক্লার্ক।

Bootstrap Image Preview