Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফাইনালেও থাকছে বৃষ্টির চোখ রাঙানি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০১৯, ০২:২৮ PM আপডেট: ১৭ মে ২০১৯, ০২:২৮ PM

bdmorning Image Preview


আয়ারল্যান্ডের ডাবলিনের মালাহাইডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শিরোপার লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩.৪৫ মিনিটে। তবে এই ম্যাচে বাগড়া দেওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টির। 

আয়ারল্যান্ডের আবহাওয়ার পূর্ভাবাস বলছে আজ মালাহাইডে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৪৭ শতাংশ।মালাহাইডে স্থানীয় সময় ভোর ৫টা থেকে সকাল ৭টা (বাংলাদেশ সময় সকাল ১০টা থেকে বেলা ১২টা) পর্যন্ত মেঘাচ্ছন্ন থাকবে ম্যালাহাইডের আকাশ।

এরপর সেখানকার স্থানীয় সময় সকাল ৮টার (বাংলাদেশ সময় দুপুর ২টা) দিকে গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে। আর এই বৃষ্টিপাতের পরিমাণ থাকতে পারে ৪৭ শতাংশ।

ম্যাচের সময় যত এগিয়ে আসবে অর্থাৎ সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে ফাইনালের ভেন্যু মালাহাইডে। আবহাওয়ার পূর্ভাবাস অনুযায়ী ৯টার (দুপুর ২টা) দিকে ৫১ শতাংশ এবং ১০টার (দুপুর ৩টা) দিকে ৪৭ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ৩টা ৪৫ মিনিট) ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ ফাইনাল ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে। এ সময় ধীরে ধীরে মেঘ সরে গিয়ে রোদ ওঠার সম্ভাবনা রয়েছে।

তবে দুপুরের দিকে যদিও বিকেল ৩টার (বাংলাদেশ সময় রাত ৮টা) দিকে আবারো হানা দিতে পারে বৃষ্টি। আর এবার বৃষ্টিপাতের পরিমাণ থাকতে পারে ৪০ শতাংশ।তবে আশার কথা হলো বিকেল ৪টা (বাংলাদেশ সময় রাত ৯টা) থেকে রাত পর্যন্ত আর কোনও বৃষ্টির সম্ভাবনা থাকছে না। কিন্তু ততক্ষণে প্রায় শেষদিকে চলে যাবে ফাইনাল ম্যাচ।

Bootstrap Image Preview