Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিউইয়র্কে বাংলাদেশি শিল্পী তৈয়বার শিল্পকর্ম প্রদর্শনী চলছে

বিডিমর্নিং : কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ১৬ মে ২০১৯, ০২:০৭ PM আপডেট: ১৬ মে ২০১৯, ০২:০৭ PM

bdmorning Image Preview


যুক্তরাষ্ট্রের মূলধারার সামনে তুলে ধরলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল। নিউইয়র্কের ম্যানহাটানে বিখ্যাত আর্ট গ্যালারী সুন্দারাম ট্যাগর চেলসিতে শুরু হয়েছে বাংলাদেশের বিশিষ্ট শিল্পী তৈয়বা বেগম লিপি’র শিল্পকর্ম প্রদর্শনী।

শিল্পকর্মের প্রদর্শনীটি ১৪ মে হতে শুরু হয়েছে। চলবে ১ জুন পর্যন্ত। নিউইয়র্কস্থ বাংলাদেশ কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসার বিশেষ উদ্যোগে যুক্তরাষ্ট্রের মূলধারার সামনে এসব শিল্পকর্ম তুলে ধরা হয়।

বিদেশে বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সম্পর্কে একটি ইতিবাচক ধারণা তৈরির প্রয়াসে কনস্যুলেট জেনারেল এর জনকূটনীতি (public diplomacy) কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

প্রদর্শনীতে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। তিনি তাঁর বক্তব্যে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

চিত্রপ্রদর্শনী বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের মূলধারার মাঝে একটি ইতিবাচক ধারনা সৃষ্টিতে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, স্টেইনলেস স্টিল এর ব্লেড দিয়ে বিশেষভাবে তৈরি লিপি'র প্রতিটি শিল্পীকর্মই দর্শনার্থীদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় ছিল।

শিল্পী তৈয়বা লিপি তাঁর বক্তব্যে তার শিল্পকর্মের বর্ণনা দেন যা দর্শকদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়।

চিত্রপ্রদর্শনীতে মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন দেশের কনসাল জেনারেলসহ বিভিন্ন দেশের কূটনীতিবৃন্দ, জাতিসংঘের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বাংলাদেশী-আমেরিকান এবং বাংলাদেশ হতে আগত নামকরা চিত্রশিল্পীবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের সদস্যবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।

আগামী ১ জুন ২০১৯ পর্যন্ত Sundaram Tagore Chelsea (547 West 27th Street, New York, NY 10001)-তে এ প্রদর্শনী চলবে।

Bootstrap Image Preview