Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কপিল দেবের ৩৬ বছরের পুরনো রেকর্ড ভাঙেলেন ইমাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০১৯, ০১:১৯ PM আপডেট: ১৬ মে ২০১৯, ০১:১৯ PM

bdmorning Image Preview


পাকিস্তানের ওপেনার ইমাম উল হক মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ১৫১ রানের ইনিংস খেলেছেন। এর মধ্যে দিয়ে তিনি ৩৬ বছর আগে ভারতীয় ব্যাটসম্যান কপিল দেবের রেকর্ড ভেঙেছেন। 

অল্প কয়েকদিনেই পাকিস্তান দলের ব্যাটিং স্তম্ভ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন ইমাম উল হক। ব্যাটে তার রীতিমত রানের ফোয়ারা ছুটছে। মঙ্গলবার ব্রিস্টলে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ১৫১ রানের চোখ ধাঁধানো এক ইনিংস খেলেন পাকিস্তানি এই ওপেনার। তাঁর ক্যারিয়ারের সেরা ইনিংসে ভর করেই ৩৫৮ রানের বড় রান স্কোরবোর্ডে তুলতে পেরেছিল পাকিস্তান। যদিও দলকে জেতাতে পারেননি। 

২৩ বছর বয়সি ইমামের ক্যারিয়ার সেরা ১৫১ রানের ইনিংসটির সুবাদে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে দেড়শোর বেশি রানের ইনিংস খেলার রেকর্ড গড়েছেন তিনি। তার আগে এই রেকর্ডটি এতদিন দখলে ছিল কপিলদেবের। 

১৯৮৩ সালের বিশ্বকাপে জিম্বাবোয়ের বিপক্ষে হার না মানা ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি, যখন কপিলের বয়স ছিল ২৪ বছর। ৩৬ বছর পর ওই রেকর্ডটি নিজের নামে করে নিলেন ইমাম। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ১৩১ বলে গড়া তার ১৫১ রানের ঝোড়ো ইনিংসটি ছিল ১৬ বাউন্ডারি আর ১ ছক্কায় সাজানো।‌

Bootstrap Image Preview