Bootstrap Image Preview
ঢাকা, ০১ সোমবার, জুন ২০২০ | ১৭ জ্যৈষ্ঠ ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

২০১৭ সাল থেকে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন কোহলি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০১৯, ১১:৪১ AM আপডেট: ১৬ মে ২০১৯, ১১:৪১ AM

bdmorning Image Preview


সদ্য গত হওয়ার আইপিএলের দ্বাদশ আসরটা ভালো যায়নি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির। শুধু ব্যাটের পারফরম্যান্সেই নয় তার অধিনায়কত্ব নিয়ে উঠেছিল প্রশ্ন। তবে এসব এখন অতীত। এসব কিছুকে পেছনে ফেলে তার নজর এখন ইংল্যান্ড বিশ্বকাপে। এমনটাই জানিয়েছেন তার ছোটো বেলার কোচ রাজকুমার শর্মা। একই সাথে জানিয়েছেন গত দু’ বছর ধরে বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখে আসছেন তাঁর শিষ্য।

সংখ্যার দিক থেকে ২০১৯ বিশ্বকাপটি কোহলির ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ হতে যাচ্ছে। এরআগে ২০১১ সালের বিশ্বজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন কোহালি। ২০১৫ সালের বিশ্বকাপও খেলেছেন তিনি। চার বছর আগের বিশ্বকাপে কোহালিই ছিলেন ভারতের ব্যাটিং দলের মেরুদণ্ড। বিশ্বকাপের অভিজ্ঞতা রয়েছে কোহালির। এ বারই নেতা হিসেবে বিশ্বকাপে নামবেন তিনি।

রাজকুমার শর্মা বলছেন, ‘‘বিশ্বকাপকেই ফোকাস করছে বিরাট। গত দু’ বছর ধরে ও বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখে আসছে। বিশ্বকাপে কেমন ভাবে খেলবে, স্ট্র্যাটেজি কী হবে, দু’ বছর ধরে সাক্ষাৎকারগুলোয় সেগুলোই বলে এসেছে বিরাট।’’

রাউন্ড রবিন ফম্যাটে আয়োজন হবে ইংল্যান্ড বিশ্বকাপ। নতুন ফরম্যাটে লিগেই পাকিস্তানের সঙ্গে দেখা হবে ভারতের। কে এগিয়ে? রাজকুমার শর্মা বলছেন, ‘‘ পাকিস্তানের থেকে অনেক শক্তিশালী দল ভারত। যদিও ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা। কাগজে কলমে ভারত খুবই শক্তিশালী দল।’’

Bootstrap Image Preview