Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, আগষ্ট ২০১৯ | ২ ভাদ্র ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

ভারতের বিশ্বকাপ দলের পেসারের ঘাটতি দেখছেন গাম্ভীর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০১৯, ১০:৫৯ AM আপডেট: ১৬ মে ২০১৯, ১০:৫৯ AM

bdmorning Image Preview


ভারতের বিশ্বকাপ দলে একজন বিশ্বমানের পেসারের অভাব উপলব্ধি করছেন গৌতম গাম্ভীর।

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর সদ্য রাজনীতির ময়দানে আবির্ভাব ঘটিয়েছেন জাতীয় দলের প্রাক্তন ওপেনার। লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে লড়ছেনও। মুম্বাইয়ে ক্রিকেটের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে গাম্ভীর বলেন, 'আমার মনে হয়েছে ভারতীয় দলে আর একজন ভাল পেসার থাকলে ভাল হতো। বুমরা, শামি ও ভুবির  আর একটু সমর্থন দরকার ছিল। অনেকে হয়তো বলবেন হার্দিক ও বিজয় শঙ্করের মতো দুজন পেসার-অলরাউন্ডার ভারতের হাতে রয়েছে। তবে তাতে আমার খুব বেশি আস্থা নেই। শেষ হিসাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সঠিক দল নির্বাচন হয়েছে কি না।'

দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে ৫ জুন সাদাম্পটনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে। ২০১১ সালে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য বলেছেন, 'এবারের প্রতিযোগিতা খুব প্রতিদ্বন্দ্বিতামূলক হবে কারণ সব দলই একে অন্যের বিরুদ্ধে খেলবে। এই ফরম্যাট আমাদের প্রকৃত বিশ্বচ্যাম্পিয়ন উপহার দেবে। আমার মতে আইসিসি-র উচিত আগামী সমস্ত বিশ্বকাপে এই ফর্ম্যাটটাই বজায় রাখা।'

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার দাবিদার হিসাবে গাম্ভীর বেছে নিয়েছেন চারটি দলকে। বলেছেন, 'ভারতের পাশাপাশি আমি লক্ষ্য রাখব অস্ট্রেলিয়ার দিকেও। প্রতিযোগিতার সবচেয়ে ভাল বোলিং আক্রমণ ওদেরই। এছাড়া নজর থাকবে নিউজিল্যান্ড ও আয়োজক দেশ ইংল্যান্ডের দিকেও।'

Bootstrap Image Preview