Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মোবাইল ফোনের জন্য ৬ মাসের শাস্তির মুখে ডেভিড  বেকহ্যাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০১৯, ০২:০৬ PM আপডেট: ১০ মে ২০১৯, ০২:০৬ PM

bdmorning Image Preview


গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহারের জন্য ব্রিটিশ তারকা ফুটবলার ডেভিড  বেকহ্যামের গাড়ি চালানোর উপর ছ’মাসের নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির ট্র্যাফিক পুলিশ।ফলে আগামী ছ’মাস নিজে গাড়ি চালাতে পারবেন না ইংল্যান্ডের এই প্রাক্তন ফুটবলার৷

গত বছর ২১ নভেম্বর ধীর গতিতে গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলছিলেন বেকহ্যাম৷ লন্ডনের রাস্তায় বেকহ্যামের এমন ছবি ক্যামেরাবন্দি করেন একজন পথচারি৷ তার ভিত্তিতেই ব্রমলি ম্যাজিস্ট্রেটস কোর্ট শাস্তি ঘোষণা করে প্রাক্তন ম্যান ইউ তথা রিয়াল মাদ্রিদ তারকার৷ বেকহ্যাম নিজে হাজির ছিলেন সুনানিতে৷

বিচারপতি ক্যাথরিন মুর বলেন, এর আগে গতিসীমা ভেঙে গাড়ি চালানোর জন্য বেকহ্যামের লাইনেন্সে পেনাল্টির ৬ পয়েন্ট যোগ হয়েছিল৷ এবার আরও ৬ পয়েন্ট যোগ হওয়ায় তা ১২ পয়েন্টে এসে দাঁড়ায়, যা বেকহ্যামের লাইসেন্স বাতিল করার পক্ষে যথেষ্ট৷ সেকারণেই আগামী ৬ মাস নিজে গাড়ি চালাতে পারবেন না তিনি৷’

Bootstrap Image Preview