Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নরসিংদীতে শুরু হয়েছে জাতীয় কাবাডি প্রতিযোগিতা

বিডিমর্নিং : সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৫ মে ২০১৯, ০৮:১২ PM আপডেট: ০৫ মে ২০১৯, ০৮:১২ PM

bdmorning Image Preview


বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নরসিংদীতে শুরু হয়েছে জাতীয় কাবাডি প্রতিযোগিতার সুরমা অঞ্চলের খেলা।

রবিবার (৫ মে) শহরের মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে এই প্রতিযোগিতা শুরু হয়।

৬টি উপজেলার অংশগ্রহণে আবহমান বাংলার ঐতিহ্যবাহী এই কাবাডি প্রতিযোগিতা দেখতে উপস্থিত হচ্ছে বিপুল সংখ্যক দর্শক।

আয়োজকরা জানান, দেশ-বিদেশে কাবাডি খেলা ছড়িয়ে দিতে তৃণমূল পর্যায়ে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

দুপুরে বেলুন উড়িয়ে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন ও পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, পৌরসভার মেয়র আলহাজ কামরুল ইসলাম কামরুল এবং রায়পুরা উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে জাতীয় কাবাডি খেলাটি উপভোগ করেন।

জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রতিযোগিতার উদ্বোধন করেন। 

জেলা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় কাবাডি ফেডারেশনের কর্মকর্তাসহ শহরের বিভিন্ন ব্যক্তি এবং বিপুল সংখক দর্শক।

জেলার বেশ কয়েকটি উপজেলা থেকে আগত খেলোয়াড় ও কোচ জানান, আনন্দঘন পরিবেশে এমন আয়োজনের ফলে কাবাডি খেলার মান আরো সমৃদ্ধ হবে। আর উপস্থিত দর্শকও অনেকদিন পর খেলা দেখতে পেরে বেশ খুশি।

অন্যদিকে, এই প্রথম ব্যাপক পরিসরে কাবাডি প্রতিযোগিতার আয়োজন করতে পেরে খুশি বলে জানিয়েছেন, কাবাডি পরিচালনা কমিটির আহ্বায়ক পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ।
 

Bootstrap Image Preview