Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রোনালদোর অনন্য রেকর্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৯, ০৯:৫৮ AM আপডেট: ২২ এপ্রিল ২০১৯, ০৯:৫৮ AM

bdmorning Image Preview


ফুটবলের ইতিহাসে সর্বকালের রেকর্ড গড়লেন ক্রিস্তিয়ানো রোনালদো। জুভেন্টাসে তাদের অষ্টম সিরি এ খেতাব জেতার সঙ্গে সঙ্গে প্রথম ফুটবলার হিসেবে ইউরোপের তিনটি ভিন্ন লিগ জেতার নজির গড়লেন সি আর সেভেন। 

সিরি এ-তে দলের সর্বোচ্চ গোলদাতা রোনালদো করেছেন মোট ১৯টি গোল। তাঁর সাহায্যে আরও ছয়টি গোল করেছে দলের অন্য খেলোয়াড়রা। প্রতিযোগিতা জেতার পিছনে তাঁর অবদান অনস্বীকার্য। 

শুধু তাই নয়, সিরি এ-তে সর্বোচ্চ গোলাদাতার সম্মান পাওয়ার তালিকায় সাম্পদোরিয়ার ফ্যাবিও ক্যোয়াগ্লিয়ারেইয়া (২২ গোল) এবং এসি মিলানের ক্রিস্তফ পিয়াতেকের (২১ গোল) পিছনেই রয়েছেন পর্তুগিজ তারকা। 

সিরি এ-সহ এই নিয়ে মোট ৬টি ঘরোয়া লিগ জিতলেন রোনালদো। এ পর্যন্ত ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে তিনটি প্রিমিয়ার লিগ খেতাব, রিয়াল মাদ্রিদের হয়ে ২টি লা লিগা খেতাব এবং জুভেন্তাসের হয়ে খেলতে নেমে পয়লা মৌসুমেই সিরি এ খেতাব জিতেছেন এই ফুটবল নক্ষত্র।

Bootstrap Image Preview