Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বিবেকবান মানুষের পক্ষে বোমা হামলা চালানো সম্ভব নয়: সাঙ্গাকারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯, ০৮:৫২ PM আপডেট: ২১ এপ্রিল ২০১৯, ০৮:৫২ PM

bdmorning Image Preview


শ্রীলঙ্কার দেশিটির গির্জা ও বিলাসবহুল হোটেলে সিরিজ বোমা হামলায় ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা।

শ্রীলঙ্কার জাতীয় দলের সাবেক এই অধিনায়ক টুইট বার্তায় বলেন, এমন বর্বরতা এবং ঘৃণ্য হামলার ঘটনায় আমি অবাক হয়েছি। আমার হৃদয়কে কাপিয়ে দিয়েছে। কোনো বিবেকবান মানুষের পক্ষে সিরিজ বোমা হামলা চালানো সম্ভব নয়। যারাই এই ন্যাক্কার জনক ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়া হোক। হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

এ দিকে সিরিজ বোমা হামলার ঘটনায় টুইট বার্তায় শ্রীলঙ্কার আরেক অধিনায়ক (সাবেক) মাহেলা জয়াববর্ধনে বলেন, কোনো সুস্থ মানুষ এভাবে সিরিজ বোমা হামলা চালাতে পারে না। শ্রীলংকার জনগণের জন্য এটা খুবই দুঃখজনক ঘটনা।

তিনি বলেন, গত ১০ বছর শান্তিতে বসবাসের পর আবারও এমন ন্যাক্কার জনক ঘটনা ঘটল। এই ঘটনায় আমি উদ্বিগ্ন।

প্রসঙ্গত, শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ অন্যান্য এলাকার তিনটি গির্জা ও তিনটি বিলাসবহুল হোটেলে কয়েক দফা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে এখন দুই শতাধিকে দাঁড়িয়েছে। নিহতের মধ্যে অন্তত ৩৫ জনেরও বেশি বিদেশি নাগরিক রয়েছেন।

Bootstrap Image Preview