Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাহরুখের দলে তীব্র অশান্তি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯, ১১:০৫ AM আপডেট: ২১ এপ্রিল ২০১৯, ১১:০৫ AM

bdmorning Image Preview


চলতি আইপিএলে একের পর এক হারে ফলে পয়েন্ট টেবিলের তলানিতে কলকাতা নাইট রাইডার্স। এখন প্লে-অফে যাওয়াটাই অনিশ্চিত তাদের। এরই মধ্যে নতুন অস্বস্তি নাইট শিবিরে। প্রকাশ্যেই টিম ম্যানেজমেন্ট এবং মিডল অর্ডার ব্যাটসম্যানদের তোপ দাগলেন আন্দ্রে রাসেল।
 
টানা হারের কারণে হিসাবে রাসেল  জানালেন, “দলকে জেতানোর অনেক চেষ্টা করেছি। তবে জিততে পারিনি। আর এটাই দিনের শেষে আসল সত্যি। প্রচণ্ড হতাশ লাগছে। আর একটা বাউন্ডারি ও একটা ওভার বাউন্ডারি মারতে পারলেই সব হিসেব বদলে যেত। তবে সত্যি বলতে আমরা তো হেরে গেলাম মিডল অর্ডার ব্যাটসম্যানদের জন্যই। ২১৩ রান তাড়া করতে নেমে এত বল নষ্ট করলে চলবে না। মাঝের ওভারে বল নষ্ট করার খেসারতে ম্যাচ হেরে যেতে হল। তাই আমি ও নিতীশ রানা এই ম্যাচে যতই রান করি সেটা আমাদের কোনো উপকারেই লাগল না।”  

আন্দ্রে রাসেলের দুরন্ত ফর্ম ও বাকিদের ব্যর্থতা। যে চারটি ম্যাচ কেকেআর জিতেছে, তার প্রত্যেকটিতেই অবদান ছিল রাসেলের। শুক্রবারও তাঁর ২৫ বলে ৬৫ রানের ইনিংস জয়ের কাছে নিয়ে গিয়েছিল নাইটদের। কিন্তু শেষ হাসি দেখা যায় কোহালির মুখে।

হারের এই কারন হিসাবে রাসেলের লক্ষ্য যে রবীন উথাপ্পার দিকে সেকথা বলার অপেক্ষা রাখে না। এদিন বোলারদেরও কাঠগড়ায় দাঁড় করালেন রাসেল। তিনি বলেন, “আমাদের বোলারদেরও কোনো প্ল্যানিং ছিল না। ভুলভাল জায়গায় বল ফেলেছে। যদি ‘প্লে-অফ’ খেলতে হয়, তাহলে এখনই ভুলগুলো শুধরাতে হবে। ব্যক্তিগত মাইলস্টোনের জন্য না খেলে দলের জন্য খেলতে হবে।” 

উল্লেখ্য, পয়েল্ট তালিকায় এখন ছয় নম্বরে কেকেআর। হায়দরাবাদ পাঁচে। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে গেলে এখন শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জিততে হবে কেকেআরকে। 

Bootstrap Image Preview