Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পরিবার নিয়ে ইংল্যান্ড বিশ্বকাপে যেতে পারবে না পাকিস্তানের খেলোয়াড়রা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯, ০৯:৪৫ PM আপডেট: ২০ এপ্রিল ২০১৯, ০৯:৪৫ PM

bdmorning Image Preview


প্রায় ৬০ দিনের মত চলবে ইংল্যান্ড বিশ্বকাপ। তাই এই দীর্ঘ সময় পরিবারের অবস্বাদ যেন না হয় সেই কারণে অনেক দেশের খেলোয়াড়রা পরিবার নিয়ে বিশ্বকাপ খেলতে আসবেন। ঠিক সেই রকমই পিসিবির কাছে  আবদার করেছিলেন পাকিস্তান দলের অধিনায়ক সরফরাজ আহমেদ। কিন্তু তাঁর সেই আবদার রাখেনি পিসিবি।

পাকিস্তান বোর্ডের একটি সূত্র জানিয়েছে, 'বিশ্বকাপের সফরসঙ্গী হিসেবে স্ত্রী এবং ছেলেমেয়েদের নিয়ে যাওয়ার একটা অনুরোধ সরফরাজ খানসহ বাকী ক্রিকেটাররা করেছিলেন। কিন্তু সেই অনুরোধ রাখা হবে না।'

বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজ চলাকালীন পাকিস্তানের ক্রিকেটাররা স্ত্রী এবং ছেলেমেয়েদের নিয়ে যেতে পারবেন। কিন্তু বিশ্বকাপ শুরুর আগেই ইংল্যান্ড ছাড়তে হবে ক্রিকেটারদের স্ত্রী পরিবার পরিজনদের।

Bootstrap Image Preview