Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুতিনহোকে নিয়ে নতুন সিদ্ধান্তে বার্সা সভাপতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯, ০২:৪৫ PM আপডেট: ১৭ এপ্রিল ২০১৯, ০২:৪৫ PM

bdmorning Image Preview


মঙ্গলবার রাতে কোয়াটার ফাইনালের দ্বিতীয় লেগে ম্যানউইকে তারা ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বার্সেলোনা। দলের এই জয়ে লিওনেল মেসি ২টি ও কুতিনহো করেন একটি গোল। 

গত বছরের জানুয়ারিতে ১৪৫ মিলিয়ন পাউন্ডে ইংলিশ ক্লাব লিভারপুল ছেড়ে বার্সেলোনায় যোগ দেন ২৬ বছর বয়সী তারকা কুতিনহো। তবে এত পরিমান অর্থ ব্রাজিলিয়ান তারকার পিছনে খরচ করলেও সেই অর্থ সুবিধা পাচ্ছে না বার্সা। যার যার  কারেণ চলতি মৌসুমে একাদশে নিয়মিত জায়গাও পাচ্ছিলেন না। এমন অবস্থায় স্পানিশ সংবাদ মাধ্যম গুলোতে কুতিনহোকে গ্রীষ্মের দলবদলে আবারও ইংলিশ লিগের ক্লাবে তিনি যেতে পারেন বলে খবর প্রকাশ করে।

তবে সংবাদ মাধ্যমগুলোর সেই খবরের ডানপালা আরো বৃদ্ধি পাওয়ার আগেই বার্সা পেসিডেন্ট বার্তেমেউ জানিয়েছন, ক্লাবের পরিকল্পনায় কুতিনহো ভালোভাবেই আছেন।

‘কুতিনো অসাধারণ একজন খেলোয়াড়। সে দিন দিন উন্নতি করছে। বার্সার হয়ে মাঠে নামাটা সহজ কথা নয়। তবে গত ছয় মাস ধরে সে এখানে খেলছে। তার ওপর কোচের আস্থা আছে। সে একজন বিশ্বমানের খেলোয়াড় এবং তার কাছ থেকে আমাদের আরও কিছু পাওয়ার প্রত্যাশা রয়েছে।’

বার্সার সঙ্গে কুতিনোর চালিয়ে যাওয়ার কথা জানিয়ে বার্তেমেউ বলেন, ‘আমাদের সঙ্গে তার একটা চুক্তি আছে এবং সে দলে থাকবে, যতক্ষণ না অন্য কোনো ক্লাব তার রিলিজ ক্লজ পরিশোধ করে। সে বার্সার সঙ্গে থাকবে। কুতিনো ভিন্ন ধরনের একজন ফুটবলার এবং বার্সা এমন ভিন্ন ধরনের খেলোয়াড়দের দলে চায়।’

Bootstrap Image Preview