Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মেসির জোড়া গোলে সেমিফাইনালে বার্সা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯, ১০:১০ AM আপডেট: ১৭ এপ্রিল ২০১৯, ১০:১০ AM

bdmorning Image Preview


চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের লড়াইয়ে প্রথম লেগে, বাইরের মাঠে তাঁর দল জিতলেও, কোনো গোল ছিল না বার্সেলোনার অধিনায়ক লিও মেসির। মঙ্গলবার গভীর রাতে তা কিন্তু ভালো মতনই পুষিয়ে দিলেন তিনি। ক্যাম্প ন্যুতে রাজত্ব করলেন। যার ফলে ফের একবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পৌঁছে গেলেন তাঁরা।

মাত্র এক গোলের ব্যবধানে প্রথম লেগে হারলেও, সুযোগ ছিল ম্যনইউ-র কাছে নিজেদেরকে তুলে ধরার। বাইরের মাঠে শুরুটা ঠিক সেই ভাবে করলেও, ধীরে ধীরে হারিয়ে যায় র‍্যাশফর্ড, পোগবারা। ম্যাচের দশম মিনিটের মধ্যে পেনাল্টি পায় বার্সা।কিন্তু ভিএআর দেখে সিদ্ধান্ত বদল করেন রেফারি।

কিছুক্ষণের মধ্যেই সুযোগ চলে আসে মেসির কাছে। ম্যাচের ১৬ মিনিটে অ্যাশলে ইয়াং বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে প্রথম গোল করেন মেসি। চার মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোল করেন তিনি। তবে দ্বিতীয় গোলের ক্ষেত্রে পুরোটাই ম্যানইউ কিপার দে খেয়ার ভুল। গোল বাঁচাতে গিয়ে তাঁর হাতের ফাঁক দিয়ে গোলে ঢুকে যায় বল।২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা।

মধ্যবিরতির পর ফিরে ৬১ মিনিটে ফিলিপে কৌতিনহোর দুর্দান্ত গোলে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। মেসির ক্রস আলবাকে খুঁজে নেয় প্রথমে, আলবা সেটি ঠেলে দেন কৌতিনহোর দিকে, ব্রাজিল তারকা দূর থেকে বাঁকানো শটে জাল খুঁজে নিয়ে উল্লাসে মাতেন। 

ম্যাচের বাকি সময়ে আর কেউ গোল না পেলে ৩-০ ব্যবধানে ম্যাচটি শেষ হয়। ফলে দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে শেষ চারের টিকিট পায় বার্সা।

Bootstrap Image Preview