Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভোটার তালিকায় বাদ পড়েছে দ্রাবিড়ের নাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৯, ০২:৪৯ PM আপডেট: ১৫ এপ্রিল ২০১৯, ০৩:৩৩ PM

bdmorning Image Preview


তিনি নির্বাচন কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর। কর্ণাটকের চতুর্দিকে ছেয়ে রয়েছে তাঁরই পোস্টার। জনসাধারণকে ভোটমুখী করতে তিনিই প্রচারের মুখ। অথচ সেই রাহুল দ্রাবিড়ই কিনা এবার লোকসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না! না, ক্রিকেট বা কোচিং সংক্রান্ত কোনও কারণে তিনি সে সময় দেশের বাইরে থাকবেন এমনটা নয়। ভোটার তালিকা থেকেই বাদ পড়েছে ভারতের প্রাক্তন অধিনায়কের নাম!

অবাক করা কাণ্ডই বটে। একদিকে আমজনতাকে সচেতন করতে তাঁর ছবি, পোস্টার, ভিডিও ব্যবহার করা হচ্ছে, আর অন্যদিকে তাঁর নামই তালিকার বাইরে। কিন্তু কেন হল এমনটা? কমিশন সূত্রে খবর, মিস্টার ডিপেন্ডেবল আগে থাকতেন বেঙ্গালুরুর ইন্দিরানগরে। সেটিই তাঁর পৈত্রিক বাড়ি। যা ব্যাঙ্গালোর সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের আওতায় পড়ে। বর্তমানে পাকাপাকিভাবে তাঁর বাস মালেশ্বরম এলাকায়। যা ব্যাঙ্গালোর নর্থ কেন্দ্রের অন্তর্ভুক্ত। তিনি বাড়ি বদলানোর দিনকয়েক পরই রাহুলের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য সাত নম্বর ফর্ম জমা দিয়েছিলেন তাঁর ভাই বিজয় দ্রাবিড়। সেই মতো তাঁর নাম তালিকা থেকে কেটে দেয় কমিশন।

নির্বাচনী নিয়ম আইন অনুযায়ী, নাম বাদ দেওয়ার পর নতুন করে নাম তুলতে ৬ নম্বর ফর্ম জমা দিতে হয়। কিন্তু দ্রাবিড়ের ক্ষেত্রে তা জমা পড়েনি বলেই দাবি কমিশনের। তা সত্ত্বেও তাঁকে ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর করার পরই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছিল কমিশন।

কর্ণাটক নির্বাচন কমিশনের বক্তব্য, তাদের আধিকারিকেরা একাধিকবার দ্রাবিড়ের বাড়িতে গিয়েও তাঁর দেখা পাননি। ফলে তাঁর নাম ভোটার তালিকায় ঢোকানো যায়নি। তাই এবার ভোটও দিতে পারবেন না দ্রাবিড়।‌

Bootstrap Image Preview