Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আন্তর্জাতিক কুংফু প্রশিক্ষণ ও ব্ল্যাক বেল্ট পরীক্ষায় ২১ জন উত্তীর্ণ

বিডিমর্নিং : বিডিমর্নিং স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ০২:০৫ PM আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ০২:০৫ PM

bdmorning Image Preview


বাংলাদেশে সম্প্রতি আন্তর্জাতিক কুংফু/উশু রেফারি প্রশিক্ষণ ও ব্ল্যাক বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

১ থেকে ৫ এপ্রিল রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র মাঠে এ প্রশিক্ষণ ও পরীক্ষা পরিচালনা করেন ভারতের পাঞ্জাব প্রদেশের ইন্টারন্যাশনাল কুংফু-উশু ফেডারেশনের প্রতিষ্ঠাতা মাস্টার হারজিৎ সিং। সার্বিক তত্ত্বাবধান করেন বাংলাদেশ কুংফু উশু অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ও উ-লিন কুংফু একাডেমির প্রেসিডেন্ট মো. রেজাউল করিম সাদী এবং বাংলাদেশ কুংফু-উশু অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আনোয়ার হোসেন।

এ প্রশিক্ষণে উ-লিন কুংফু একাডেমির ৪১ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। এর মধ্যে ২১ জন এতে উত্তীর্ণ হন। ৬ এপ্রিল সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ তুলে দেয়া হয়।

কুংফু প্রশিক্ষক মো. রেজাউল করিম সাদী জানান, এ প্রশিক্ষণে উত্তীর্ণরা কুংফুর আন্তর্জাতিক ইভেন্টে রেফারি হিসেবে দায়িত্ব পালনের যোগ্যতা অর্জন করলো।

এছাড়া এই আয়োজনে ২০১৯ সালের এশিয়া গেমসে বাংলাদেশের প্রতিযোগিদের অংশগ্রহণ নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

Bootstrap Image Preview