Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ইসরায়েলে ফিলিস্তিনের রকেট হামলার পর নেতানিয়াহুর পরিবারের ফোন হ্যাক করল ইরান!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯, ১০:৪৩ PM আপডেট: ২৫ মার্চ ২০১৯, ১০:৪৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ফিলিস্তিনির গাজা উপত্যকা থেকে রকেট হামলা চালানো হয়েছে ইসরায়েলের তেল আবিব শহরে। এতে আহত হয়েছেন ছয়জন। এ ঘটনার পরই সংবাদমাধ্যমগুলোতে খবর আসে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু পরিবারের সদস্যদের ফোন হ্যাক করেছে ইরান। 

হ্যাকের বিষয় নিয়ে রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, ইরানি গোয়েন্দা বিভাগ নেতানিয়াহুর পরিবারের সবার মোবাইল ফোন হ্যাক করে সব ধরনের তথ্য হাতিয়ে নিয়েছে।

এমনকি স্ত্রী সারা এবং ছেলে ইয়াইরের ফোনও হ্যাক করা হয়েছে বলে সৌদি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন ইরানের ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ আহমেদ আলামুলহুদা। মোবাইল হ্যাক করে কী ধরনের তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে সে সম্পর্কে কিছু নিশ্চিত হওয়া যায়নি এখন পর্যন্ত।

এদিকে সোমবার (২৫ মার্চ) দেশটির তেল আবিব শহরের মিসমেরেতে এ হামলা হয় বলে জানিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ। হামলার ঘটনায় মিসমেরেতে একটি ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে, জানিয়েছে স্থানীয় পুলিশ ও সংবাদমাধ্যম।

এছাড়া মিসমেরেতের ভবনটি ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপার নিশ্চিত করেছেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এমানুয়েল নাহসন।

অন্যদিকে, ইসরায়েলের আসন্ন নির্বাচনকে ঘিরে প্রচারণার অংশ হিসেবে বর্তমানে যুক্তরাষ্ট্র সফর করছেন দেশটির প্রধানমন্ত্রী বেনজামিন নেতানইয়াহু। হামলার পর সফরটি সংক্ষিপ্ত করে শিগগির দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি। তবে হামলার ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।

হামলা প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, ‘আমি কয়েক ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করব এবং এর পরপরই আমি ইসরাইলে ফিরে আসব অপারেশন পরিচালনার জন্য। তিনি বলেন, দ্রুতই এ হামলার জবাব দেয়া হবে।’

সোমবার সকালে উত্তর তেলআবিবে হামলার ঘটনায় ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে- এটি হামাস জঙ্গিগোষ্ঠী হামলা চালিয়েছে। গত সপ্তাহের শেষের দিকে গোলান মালভূমি ইসরাইল অধিগ্রহণ করার পরই দেশটিতে এ হামলা চালানো হয়।

ইসরাইলি পুলিশ জানায়, ধ্বংস হওয়া বাড়ি থেকে হামলকারীদের অবস্থান ২০ কিলেমিটার দূরে।

নেতানিয়াহু বলেন, হামলার ঘটনায় আমি আমার যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করেছি। তিনি এটি 'গুরুতর হামলা' বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, ইসরাইল দ্রুত এ হামলার জবাব দেবে।

এদিকে হামলার পর থেকে গাজার সঙ্গে পণ্য পরিবহন ও লোকজনের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এবং তারপরই নেতানিয়াহুর পরিবারের ফোন হ্যাকের বিষয়টি গণমাধ্রমে উঠে আসে।

অবশ্য নেতানিয়াহু নিজে এখন মোবাইল ব্যবহার করেন না, তাই পরিবারের সঙ্গে যোগাযোগের সময় তাদের কথোপকথনে আড়ি পাততে তার স্ত্রী ও ছেলের ফোন হ্যাক করে তেহরান।

এ ঘটনা অস্বীকার করে নেতানিয়াহু জানিয়েছেন, তার রাজনৈতিক প্রতিপক্ষ বেনি গানৎজ এই গুজব ছড়াচ্ছেন। মূলত তার মোবাইলই হ্যাক হয়েছে।

Bootstrap Image Preview