Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মোহামেডানকে ৬ উইকেটে উড়িয়ে দিলো মাশরাফি আবাহনী 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯, ০৪:৫৬ PM আপডেট: ২৫ মার্চ ২০১৯, ০৪:৫৬ PM

bdmorning Image Preview


আবাহনী ও মোহামেডান স্পোর্টিংয়ের খেলা মানেই চরম উত্তেজনা। সেই উত্তেজনার ছিটে ভোটাও দেখা গেল না চলতি ডিপিএলের ৩১ তম ম্যাচে। আবাহনীর কাছে ৬ উইকেটে লজ্জাড় হার হারলো মোহামেডান।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল।প্রথমে টসে জিতে মোহামেডানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় আবহনী। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট ২৪৮ রান করে মোহামেডান। 

দলের হয়ে বড় রানের ইনিংস খেলেন ইরফান শুক্কুর ও রবিউল হাসান। দুই জনেই হাফ-সেঞ্চুরি করেন। গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাত্র সাত বল খেলার সুযোগ পান মোহাম্মদ আশরাফুল। 

২৪৯ রানের লক্ষে ব্যাটিং করতে নেমে আবাহনীর দুই ওপেনার সৌম্য ও জহুরুল ১০৫ রানের বিরাট জুটি গড়েন। এরপর সৌম্য ৪৩ রানে শাহাদত হোসেনের বলে বোল্ড আউট হলে ভেঙে যায় সেই জুটি। 

সৌম্যর বিদায়ের পর ভারতীয় খেলোয়াড় ওয়াশিম জাফরের সাথে ৬৯ রানের জুটি গড়েন জহুরুল। খেলার ৪০ ওভারের মাথায় জাফর ৩৮ রানে ক্যাচ আউট হয়ে বিদায় নিলে মোহামেডান বোলারদের বিপক্ষে একাই লড়াই চালিয়ে যেতে থাকেন জহুরুল। কিন্তু ৪১ ওভারের মাথায় ৯৬ রান করে শাহাদতের বলে বোল্ড আউট হন তিনি।

এরপর ৯ ওভারে ৪২ রানের প্রয়োজন হয় আবাহনীর। তখন মোসাদ্দেকের সাথে ম্যাচের হাল ধরেন সাব্বির। এই দুই ব্যাটসম্যানের ব্যাটে ভর করে জয়  

মোহামেডানের সংক্ষিপ্ত স্কোরঃ ২৪৮/৭
লিটন দাশ (২৭), আব্দুল মজিদ(২৬), ইরফান শুক্কুর(৫৭), রবিউল হাসান(৫১), নাদিফ চৌধুরি(৭), সিলভা(৩২), সোহাগ গাজী(২৭), আশরাফুল(৪)*, আলাউদ্দিন বাবু(২)*।

উইকেট নিয়েছেনঃ সাইফউদ্দিন ৩/৩২, অপু ৩/২৯ , সৌম্য ১/২৭।

আবাহনীর সংক্ষিপ্ত স্কোরঃ ২৫৪/৪
জহুরুল ইসলাম(৯৬), সৌম্য(৪৩), জাফর(৩৮), শান্ত(১৬), সাব্বির.২১), মোসাদ্দেক(১৭)। 

উইকেট নিয়েছেনঃ শফিউল ১/৪৫, শাহাদত ২/৫৯, সিলভা ১/২৬।

Bootstrap Image Preview