Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশ দলকে কটাক্ষ করলেন আফ্রিদী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯, ০১:৩৬ PM আপডেট: ২৫ মার্চ ২০১৯, ০১:৩৭ PM

bdmorning Image Preview


বর্তমানে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নিয়েছে পাকিস্তান। রবিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে পাকিস্তান ২৮৪ রানের বড় রান তোলে। তবে ৮ উইকেট ও ১৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত অস্ট্রেলিয়া। 

এর আগে সিরিজের প্রথম ওয়ানডেত শারজাতে বড় রান তুলেও জয় বঞ্চিত হয়েছিল পাকিস্তান। সে ম্যাচে ফিঞ্চের সেঞ্চুরিতে ভর করে পাকিস্তানেক ৮ উইকেটে হারিয়েছিল।

দ্বিতীয় ওয়ানডেতেও বড় তুলেও পাকিস্তানে পরাজয়ের প্রশ্ন উঠেছে অস্ট্রেলিয়া সিরিজে সাফরাজ খান,বাবর আজমসহ বেশ কয়েকজন সিরিয়ন ক্রিকেটারদের বিশ্রাম নিয়ে। সাংবাদিকদের এমন প্রশ্নে বাংলাদেশক দেলকে কটাক্ষ করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শাহিদ আফ্রিদী। 

আফ্রিদির কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল ফাখার জামান,সরফরাজ,বাবর আজম এদেরকে বিশ্বকাপের আগে রেস্ট দেওয়া হয়েছে আপনি কি তাতে মনে করেন সেটি ভালো কিছু হবে? 

জবাবে আফ্রিদী বলেন, দেখুন এই সিরিজ যদি বাংলাদেশ,জিম্বাবুয়ে বা নিচুসারির দেশের সাথে হতো ব্যাপার ছিল না।তবে অস্ট্রেলিয়ার মতো বড় টিমের সাথে এই রেস্ট দেওয়াটা প্লেয়ারদের কনফিডেন্স নামিয়ে দিয়েছে অনেক।

আফ্রিদীর এমন জবাবে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষেভো দেখা গেছে। কারণ গেল চ্যাম্পিয়ন্স লিগে শেষ দল হিসেবে জায়গা করে নিয়েছিল পাকিস্তান। সেই আসরে সাত নস্বর অবস্থানে থেকে অনেকে আগেই মূল আসর নিশ্চিত করেছিল। 

Bootstrap Image Preview